EEDMOE Data Entry Operator Question Solution 2021

Education Engineering Department (EEDMOE)  DEO Exam Question Solution: EEDMOE Data Entry Operator Question Solution 2021  is a very important issue at this time. A big amount of applicants will appear in the exam tomorrow. EEDMOE Data Entry Operator MCQ question and answer will find in this post. Interested candidates will be glad to see that we have arranged this post especially Data Entry Operator post. If you are the examinee of sikka prokousal odidoptor data entry operator post, read our whole post.

EEDMOE Data Entry Operator Exam Question Solution 2021

Last year Education Engineering Department job circular was very big circular but after passing one year the authority has declared exam date. For this reason, we will give EEDMOE Data Entry Operator Exam Question Solution 2021 for the candidate’s satisfaction.  When this circular was announced our unemployed people were very happy. Under this post data entry post was very gorgeous and light.

The authority had selected vacancies for this post just four hundred sixty-four. As data entry post vacancy was rich, males and females applied for this post from one country to another country. But they felt tension about the exam date.

সব ধরনের চাকুরীর খবর জানতে আমাদের ফেইজবুক গ্রুপে join  করুনসাম্প্রতিক সকল চাকুরির খবর

Exam Timeline

  • Organization Name: Education Engineering Department (EEDMOE)
  • Post Name: Data Entry Operator
  • Vacancy:450
  • Date:19th November 2021
  • Time:03.00 AM to 04.00
  • Place: Dhaka
  • Question Type: MCQ
  • Total Marks: 100

EEDMOE Data Entry Operator MCQ Question Solution 2021

Data Entry Operator exam will hold in Dhaka city in the various centers on 19th  November 2021. We ensure those candidates who ask us what type of question will be for the data entry operator. We want to say their purpose question will be Multiple Choice Question type. As the participants in this exam are so high, there is no possibility of a written exam. After the MCQ exam, the attendant can find here EEDMOE Data Entry Operator MCQ Question Solution 2021.



 Bangla Part Solution

As Bengali we love Bangla. Most of the job seekers are trying to get good marks in this subject. To get a good figure in the Bangla subjects industry is most required. In the exam question for the Bangla subject, two types of questions will come. They are literature and grammar type. If the candidates want to pass the exam and get a job, they have no alternative without doing well in this subject.

বাংলা অংশের সমাধান

১. ”পদ্ধতি”-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর: পদ্‌ + হতি।

২. ‘মনীষা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর: মনস + ঈষা

৩. বিলাতি>বিলিতি কি ধরণের ধ্বনি বিপর্যয়? উত্তর:স্বরসঙ্গতি

৪. নিচের কোনটি পরাশয়ী বর্ণ? উত্তর:  ৎ

৫. রুপক কর্মধারায় এর উদাহরণ কোনটি?উত্তর: ক্রোধানল

৬. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? উত্তর: হাতেখড়ি

৭. তার যেন সেখানে যাওয়া হয়- বাক্যটি কোন বাচ্য? উত্তর:

৮. বরীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন? উত্তর:  ১৯১৩

৯. স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত বরীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? উত্তর:  ঘরে বাইরে

১০. আমি তাঁকে সভায় উপস্থিত দেখেছিলাম- এ বাক্যটি ক্রিয়ার কোন কালের অর্ন্তভুক্ত? উত্তর:  সাধারণ অতীত


১১. উপসংহার শব্দে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? উত্তর:  তৎসম

১২. তিনি শিক্ষিত অথচ সৎ ব্যাক্তি নন – এ বাক্যে অথচ হল? উত্তর: সংকোচক

১৩. ‘ পর্বত ‘ শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর: শৈল

১৪. কান্ডারী হুশিয়ার কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যেগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর: সর্বহারা

১৫. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থসমুহের মধ্যে নিচের কোনটি কাব্যেগ্রন্থ নয়? উত্তর:কুহেলিকা

১৬. সাত সাগরের মাঝি, মুহুর্তের কবিতা, নৌফেল ও হাতেম কাব্যগ্রন্থগুলো কার লেখা? উত্তর: ফররুখ আহমদ

১৭. মুক্তিযুদ্ধ ভিত্তিকগ্রন্থ ’নিষিদ্ধ লোবান’ কার লেখা? উত্তর:সৈয়দ শামসুল হক

১৮. প্রথম প্রহর , বিমর্ষ রাত্রি, তৃষা্ঞা , আগুন পাখি  গ্রন্থ সমুহের  রচয়িতা কে? উত্তর: হাসান আজিজুল হক

১৯.কিশোর কবি বলা হয় কাকে? উত্তর:সুকান্ত ভট্টাচার্য

২০. জ্ঞানে বিমল আনন্দ হয় – বাক্যটিকে জ্ঞান কোন কারক? উত্তর: অপাদান

ICT Part Solution

Below follow our ict part solution. We hope you will satisfy.

২১. কম্পিউটারের heart বলা হয় কোনটিকে? উত্তর: CPU

২২. Website এর মূল  page কে কি বলা হয়? উত্তর: home page

২৩. নিচের কোনটি Input device নয়? উত্তর: speaker

২৪. RAM কী? উত্তর: Extra memory

২৫. MS Windows এর একটি page select করতে হলে control চেপে কী চাপতে হয়? উত্তর: A

২৬. পঞ্চম প্রজন্মের কম্পিউটারের ভিত্তি কী? উত্তর: Artificial Intelligence

২৭. IBM কী? উত্তর: International Business Machines

২৮. C++ কোন প্রজন্মের ভাষা? উত্তর: তৃতীয়

২৯. কম্পিউটারের যন্ত্র বা যন্ত্রাংশকে কী বলে? উত্তর:হার্ডওয়্যার

৩০. নিম্নে কোনটি হার্ডওয়্যার নয়? উত্তর: উইন্ডোজ

৩১. নিচের কোনটি application package? উত্তর:LOTUS

৩২. Octal সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? উত্তর:

৩৩. Memory এবং ALU এর মধ্যে সংযোগ স্থাপন করে কোনটি? উত্তর: কন্ট্রোল ইউনিট

৩৪. পার্সোনাল কম্পিউটার এর মেইন সার্কিট বোর্ড নিচের কোনটি? উত্তর: Motherboard

৩৫.  Ctrl+ P কোন সময় ব্যবহার করা হয়? উত্তর:Print করতে

৩৬. কম্পিউটার সিস্টিমে কয়টি অংশ থাকে? উত্তর:৪টি

৩৭. CPU এর পূর্ণ রুপ কী? উত্তর: Central Processing Unit

৩৮. প্রকৌশলগত সমস্যা সমাধানের ভাষা কোনটি? উত্তর:HTML

৩৯. Save এবং Save as এর মধ্যে পার্তক্য কী? উত্তর:

৪০. Search Engine কী? উত্তর: ইন্টারনেটে তথ্য খুজতে সাহাজ্য করে।

৪১ একসাথে  অনেক পরীক্ষার্থীর ফলাফল প্রস্তুতে সবচেয়ে কার্যকরী মাধ্যম কোনটি? উত্তর: MS DOS

৪২. Pentium কোনটির সাথে সম্পর্কিত? উত্তর:

৪৩. Webcam কী কাজে লাগে? উত্তর: ভিডিও কল করতে

৪৪. Portrait ও Landscape কোন কাজে লাগে? উত্তর: Page ‍Setup

৪৫. কম্পিউটারের মূল Memory তৈরী হয় কি দিয়ে? উত্তর: সিলিকন

৪৬. বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা কে? উত্তর:: সজীব ওয়াজেদ জয়

৪৭. নিচের কোন Data সংরক্ষণ ও হস্তান্তরে ব্যবহার হয় না? উত্তর: পেন ড্রাইভ

৪৮. MS Word এর কোন মেন্যুতে Mail Merge কমান্ড থাকে? উত্তর:Mailing

৪৯. কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার নয়? উত্তর: MS Word

৫০. MS Word এর কোন মেন্যুতে প্রিন্ট কমান্ট থাকে? উত্তর: File

English Part Solution

There is no job exam where questions are not asked in English. For its global utility, English is an international language. In every job, the sector wants that person who can speak and write English well. The job seekers firstly need to acquire English knowledge. Otherwise, you should not expect a job.

৫১. May God bless you কোন ধরণের Sentence উত্তর: Optative

৫২. ইংরেজীতে Syllable কত প্রকার? উত্তর: চার

৫৩. নিচের কোনটি ব্যাতিক্রম? উত্তর: Feminine

৫৪নিচের কোনটি article নয়? উত্তর: To

৫৫. What part of speech is “scarcity”? উত্তর: Noun

৫৬. `None but Allah can help us’ what kind of pronoun ‘None’ is? উত্তর: Indefinite

৫৭. ….. Andamans are in….. Indian ocean. উত্তর: The

৫৮. He takes pride…. his wealth. উত্তর: in

৫৯. Each …… a trophy for …… achievement. উত্তর: got, his

৬০. I …… breakfast before I started for office. উত্তর:had had

৬১.Which one is the correct passive voice? উত্তর: two ciminal were arrested and one was released

৬২. Which one is the correct sentece? উত্তর: he proclaimed his innocence

৬৩. আমার যাওয়ার কথা ছিল- এর সঠিক ইংরেজী অনুবাদ কোনটি? উত্তর: I was to go

৬৪. Which one is the correct spelling? উত্তর: Orthopedic

৬৫. The synonym of the world `intimidate’ is উত্তর: frighten

৬৬. The antonym of `diligent’ is উত্তর: indolent

৬৭. Call to mind means উত্তর: remember

৬৮….. work without any delay. উত্তর: Set on

৬৯. The verb form of dear is উত্তর:endear

৭০. She said to him, “ Are you an engineer”? its indirect speech is উত্তর: She asked him if he was an engineer.

Mathematics Part Solution

At present time to get a job is equal to getting the moon in hand. Being proficient in Mathematics is the first and foremost condition of getting a job. Without knowledge of mathematics, it is impossible to get a job. To get a good mark in math you should practice mathematics every day then today or tomorrow success will come in your hand.

৭১. এক গ্রাম= কত?উত্তর:

৭২. শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০টাকা হবে? উত্তর:১০%

৭৩.১ কাঠা= কত? উত্তর:৭২০ বর্গফুট

৭৪. একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাক এ ২৪ চক্কর দৌড়ালে , সে কত দূরত্ব দৌড়াল? উত্তর:৯.৬ কি.মি

৭৫. একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?উত্তর: ৭৬৩ সমস্ত ৮/৯

৭৬. একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ১; লব থেকে ২ বিয়োগ এবং হরের সাথে ২ যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ১/৬ এর সমান। ভগ্নাংশটি কত?উত্তর: ৩/৪

৭৭. সমকোণী ত্রিভুজের সূক্ষকোণদ্বয়ের সমষ্টি-উত্তর: সমকোণ

৭৮. একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলামিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? উত্তর:৩০০ বার

৭৯. x-y=3 এবং xy=10 হলে, (x+y)2 এর মান-উত্তর:49

৮০. a + b = 8, ab = 15 হলে a² – b² এর মান কত? উত্তর:সঠিক উত্তর হবে 16

৮১. 3×2 +x-10 এর উৎপাদক কত? উত্তর:(x+2), (3x-5)

৮২. a+b =3 হলে এবং ab=2 হলে a3+b3 এর মান নিনর্য় কর?উত্তর: 9

৮৩. x/x-y, y/x+y এবং z/x(x+y) এর সাধারণ হর কত?উত্তর:

৮৪. 7+12+17…… ধারাটির প্রথম ৩০ টি পদের সমষ্টি কত?উত্তর:

৮৫. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুন। এর ক্ষেএফল ২১৬ বর্গমিটার হলে,তার পরিসীমা কত?উত্তর: ৬০ মিটার।

৮৬. নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট্য?উত্তর: প্রত্যেকটি বাহুই সমান

৮৭. একটি বৃত্তাকার শিটের পরিধি ১৫৪ সে.মি হলে এর ব্যাসার্ধ? উত্তর:২৪.৫

৮৮. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি. এবং 8 সে. মি. হলে ক্ষেত্রফল কত হবে? উত্তর:24 বর্গ সেমি

৮৯.  একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যাতীত ৫° হলে ক্ষুদ্রতম কোণের মান কত? উত্তর:

৯০. এক বর্গ ইঞ্চি = কত বর্গ সেন্টিমিটার? উত্তর:৬.৪৫

General Knowledge Solution

You can get here also Prosno somadan and  uttor of General Knowledge part. General Knowledge is very part and parcel in job exams. Everybody needs to give extra time to this subject. The exam question will be from the international and Bangladesh part.

SEE MORE:

Accountant Question Solution 2021

 Computer Operator Question Solution 2021

EEDMOE Upper Division Assistant Question Solution 2021

Job exam is very essential for every unemployed life. After a long time, the job exam was off due to the corona situation but now the job seekers are able to take part in the exam. They attend the exam very seriously. After reducing the covid almost all of the department of our country have started to take the exam. In tandem with them shikkha prokoushol odhidoptor also decided to take the job exam test.

We always try to reach the attendant of the job seekers. Hopefully, job seekers are pleased to get our question solution. In the comment box, they comment us with thank you to read those comments we feel proud. However, if you want to get all other jobs question solutions, inform us. We will try our best. We have a Facebook Group trying to join it in a hurry. No more today. Thank you very much.

2 thoughts on “EEDMOE Data Entry Operator Question Solution 2021”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top