EEDMOE Computer Operator Question Solution 2021

Education Engineering Department (EEDMOE) Computer Operator Exam Question Solution: EEDMOE Computer Operator Question Solution 2021 post has been written by us. EEDMOE Exam Question solve and answer will be very helpful for the examinee. We will try to give full question somadan or uttor our best. Read our post in details keep your eyes on the exam day.

EEDMOE Computer Operator Question Solution 2021

Interested candidates will wait after the exam for EEDMOE Computer Operator Question Solution 2021. The participant will search internet for their related question solve so we also give the question solution post. When the candidates come out from the hall, they go home and take mobile phone. Finally search for solution no tension we will add total question solution in our post.

সব ধরনের চাকুরীর খবর জানতে আমাদের ফেইজবুক গ্রুপে join  করুন।সাম্প্রতিক সকল চাকুরির খবর

Exam Timeline

  • Organization Name: Education Engineering Department (EEDMOE)
  • Post Name: Computer Operator
  • Total Post: 69
  • Date: 5th November 2021
  • Time: 3.00pm to 4.00 pm
  • Place: Dhaka
  • Question Type: MCQ
  • Total Marks: 80

DG Food  Office Assistant Computer Typist Question Solution দেখুনClick

EEDMOE Computer Operator MCQ Question Solution 2021

Are you searching your EEDMOE Computer Operator MCQ Question Solution 2021? Then it is right place to find the question solve. We always try to give you question solve with 100% right answer. My dear to find faultless answer you need find our website because we try to give in front you cent percent right answer. Hopefully this post will be help full to you.

You will find prosno in the following. Below this question image we will give the answer. So read our article very carefully and follow our question answer. Hopefully, you will get the 5/11/2021 tariker porsno o somadan or solution one hour later the exam.

Computer Operator Exam Question Answer 2021

Generally, there are more questions than the SSC and HSC Bangla, English and Mathematics books prescribed by the board in the third class posts. There are also questions from eighth-grade arithmetic and algebra. If you study text books too much, you can do better in written tests. In the social worker’s position, eighth-tenth grade Bengali, English and mathematics books are asked more. However, the examinees will get Computer Operator Exam Question Solve 2021 by our post.




আইসিটি অংশ সমাধান

১.মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়? উত্তর: ৪ এপ্রিল ১৯৭৫।

২. টাচ স্ক্রিন কোন ধরণের ডিভাইস? উত্তর: ইনপুট ডিভাইস

৩. সাধারণত হার্ডডিক্স ড্রাইভ নির্দেশ করা হয়? উত্তর:  C বর্ণ দ্বারা।

৪. বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর:  ১৯৮৯

৫. CTR এর নাম পরিবর্তন করে রাখা হয় কত সালে? উত্তর: ১৯২৪

৬. B2C প্রথম ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা শুরু করে কোন সালে? উত্তর: ১৯৯২

৭. Serial Port এর পিন সংখ্যা কত? উত্তর:

৮. কোন অক্ষরটি হেক্সাডেসিমাল গণনা পদ্ধতির একটি মান নির্দেশ করে? উত্তর: F

৯. ১০১০১ বাইনারি সংখ্যাটির দশমিক মান কত? উত্তর: ২১

১০. বিশ্বের কোন প্রতিষ্ঠানকে বিগ ব্লু  বলা হয়? উত্তর: IBM

১১. Mark-1 কোন প্রজন্মের কম্পিউটার? উত্তর: First

১২. Weight of ENIAC was— উত্তর:30 tons

১৩. পৃথিবীর প্রথম সংরক্ষিত প্রেগ্রাম বিশিষ্ট ইলেক্ট্রনিক্ কম্পিউটারের নাম কি? উত্তর: EDSAC

১৪.  কোন কম্পিউটার পরিমানের ভিত্তিতে কাজ করে? উত্তর: এনালগ

১৫. বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি? উত্তর:পিডিপি-১

১৬. এনালগ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্র নয় কোনটি? উত্তর: মুদ্রণ শিল্প

১৭. VLSI এর পূর্ণরুপ কি? উত্তর: Very-Large-Scale Integration

১৮. LAN কার্ডের অপর নাম কী? উত্তর: Network Interface Card

১৯. Which type of ROM is used in pen drive? উত্তর: EEP ROM

২০. Who invested QWERTY keyboard? উত্তর: Christopher Latham Sholes

২১. SVGA এর পূর্ণরুপ কি? উত্তর:Super Video Graphics Array

২২. ডট পিছ (Dot Pitch) কে নীচের কোন এককে প্রকাশ করা হয়? উত্তর:: মিলিমিটার

২৩. প্লটার কয় ধরণের? উত্তর: দুই ধরণের

২৪. Commercial Software এর অন্য নাম কি? উত্তর: Packaged software

২৫. Which one is an application package? উত্তর: LOTUS

২৬. Portrait and Landscape are….. উত্তর: Page orientation

২৭. নীচের কোন সিস্টেমটি IBM তৈরি করেছে? উত্তর: OS-2

২৮. Python প্রেগ্রাম তৈরি করেন কে? উত্তর: Guido Van Rossum

২৯. AND গেইটে  A ও B এর মান  O হলে আউটপুট কত? উত্তর:

৩০. বাংলাদেশ কোন সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত? উত্তর: SEA-ME-WE-5

বাংলা অংশ সমাধান

৩১. তিনি রোজ সকালে দুই ‍কিলোমিটার হাটতেন – এ বাক্যে ক্রিয়ার কাল কোনটি? উত্তর: নিত্যবৃত্ত অতীত

৩২. দুষ্পাচ্য এর সন্ধি বিচ্ছেদ হলো- উত্তর: দুঃ+পাচ্য।

৩৩. সঞ্চয়িতা ও সঞ্চিতা গ্রন্থ দুটি কার লেখা? উত্তর: প্রথমটি রবীন্দ্রনাথ ঠাকুর , দ্বিতীয়টি কাজী নজরুল ইসলামের

৩৪. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? উত্তর:ভদ্রার্জুন

৩৫. পল্লী কবি জসিম উদ্দিন রচিত গ্রন্থ নয় কোনটি? উত্তর:মায়াকাজল

৩৬. সত্য>সইত্য- ধ্বনির পরিবর্তনে এটি কিসের উদাহরণ? উত্তর: বিপ্রর্ষক

৩৭. তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? উত্তর: নিমরাজী

৩৮. নীচের কোনটি  উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ? উত্তর: জলদ

৩৯. মন্ত্রের সাধন কিংবা শরীল পাতন – এখানে কিংবা হলো- উত্তর:বিয়োজক

৪০. কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ? উত্তর:মহাযাত্রা

৪১. নিচের কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে? উত্তর:রাজায় রাজায় লড়াই চলছে

৪২. এ জিনিস বেশি দিন টেকে না- এ বাক্যটি কোন বাচ্য? উত্তর: কর্মকৃতবাচ্য

৪৩. প বর্গের বর্ণসমুহ কোন ধরণের বর্ণ? উত্তর: ওষ্ঠ্য বর্ণ

৪৪. ঈশরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধী দেয় কোন প্রতিষ্ঠান? উত্তর: সংস্কৃত কলেজ

৪৫. বরীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থসমুহের মধ্যে নীচের কোনটি নাটক? উত্তর: মালিনী

৪৬. কাজী নজরুল ও মুজাফ্ফর আহমদের যুগ্ন সম্প্রাদনায় প্রকাশিত সংবাদপত্র কোনটি? উত্তর: নবযুগ

৪৭. যিনি ন্যায় শাস্ত্রে পন্ডিত এর এক কথায় প্রকাশ হলো- উত্তর: নৈয়ামিক

৪৮. নীচের কোন বানানটি অশুদ্ধ? উত্তর:অপরাহ্ন

৪৯. পাথার শব্দের প্রতিশব্দ হলো- উত্তর: সমুদ্র

৫০. ময়ুর ভট্র, রুপমাস চক্রবর্তী , শ্যামপন্ডিত , সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কোন কাব্য? উত্তর: ধর্মমঙ্গল

গণিত অংশ সমাধান

৫১. যদি a= √3+√2 হয় , তবে a3+1/a3এর মান কত? উত্তর: 18√3

৫২. একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো, দ্রব্যটির ক্রয়মুল্য কত? উত্তর: ৪৮ টাকা

৫৩. 5√5 এর 5 লগ ভিত্তিক কত উত্তর: 3/2

৫৪. একটি ত্রিভুজের ভুমি তার উচ্চতার দ্বিগুন অপেক্ষা ৬ সে.মি বেশি , ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল ৮১০ বর্গ সে.মি. হলে এর উচ্চতা কত? উত্তর: 27 সেমি

৫৫.কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৮ √২ সে.মি. হলে ঘনকের আয়তন কত? উত্তর: 512 ঘন সে.মি

৫৬. আনিস তার বেতন থেকে ১ম মাসে ১২০০ টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় ১০০ টাকা বেশী  সঞ্চয় করেন, তিনি ১৮ তম মাসে কত টাকা আয় করেন? উত্তর: 2900 টাকা

৫৭. ৪% হার মুনাফায় কোন টাকায় ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে মূল ধন কত? উত্তর: ৬২৫

৫৮. Y2-4ax=0 সমীকরণটি নীচের কোনটি নির্দেশ করে? উত্তর: প্যারাবোলা [পরাবৃত্ত]

৫৯. নাইম এর বেতন গত মাসে ৯% বৃদ্ধি পাওয়ার পর সেদেখল যদি তার বেতন ৯% না বেড়ে ১১% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২১৫০ টাকা হতো, নইম এর বর্তমান মাসিক বেতন কত? উত্তর: ৭০৮৫০

৬০. একজন টিভি বিক্রেতা তার প্রতিটি টিভির দাম x% বৃদ্ধি করল। এতে তার বিক্রিত টিভির সংখ্যা y% কমে গেল। কিন্তু এতেও তার মোট বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকলো । নীচের কোন সমীকরণটি y এর সাপেক্ষ x এর সঠিক প্রকাশ? উত্তর: ১০০y/(১০০-y)

৬১.  একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল  ৩√৩ বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? উত্তর:৫.৫ মিটার

৬২.  Cos-1 x + cos-1y = 𝝅 /2= x2+y2 কত? উত্তর: 1

৬৩. ৬ জন লোক ও ৮ জন বালক ১টি কাজ ১০ দিনে শেষ করতে পারে। একই কাজ ২৬ জন লোক ও ৪৮ জন বালক ২ দিনে শেষ করতে পারে। ১৫ জন লোক ও ২০ জন বালক ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে? উত্তর: ৪ দিন

৬৪. একটি নৌকা দাাঁড় বেয়ে স্রোতের অনুকুলে ঘন্টায় ১৫ কিমি এবং স্রোতের যায় প্রতিকুলে ঘন্টায় ৫ কিমি।নৌকার বেগ কত? উত্তর: ৪ কি.মি

৬৫. একটি খুটি এমনভাবে ভেঙ্গে গেল যে , অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দন্ডায়মান অংশের সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুটির ১০ মিটার দুরে মাটি স্পর্শ করে। খুটির সম্পুর্ণ দৈর্ঘ্য কত? উত্তর: 37.32 মিটার

৬৬. একটি ক্রিকেট দলে  যতজন স্ট্যাম আউট হল তার দেড়গুন কট আউট হল এবং মোট উইকেটের অর্ধেক বোল্ট আউট হল,এই দলে কতজন কট আউট হল? উত্তর: ৩ জন

৬৭. দুটি সংখ্যার অনুপাত ৫:৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যাটি কত? উত্তর: ১০:১৬

৬৮. X-1/x =4 হলে x4+1/x4এর মান কত? উত্তর:সঠিক উত্তর হবে ৩৪

৬৯. কোন বৃত্তের ১০ সে.মি দীর্ঘ্য একটি জ্যা কেন্দ্র হতে ১২ সে.মি. দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার? উত্তর: 13

৭০. ক,খ ও গ একজাতীয় রাশি। ক:খ= ৩:৪ , খ:গ= ৬:৭ হলে ক:খ:গ = কত? উত্তর: 9 : 12 : 14

ইংরেজী অংশ  সমাধান

৭১. He runs fast. Here the fast is.. উত্তর: adverb

৭২. Down went the Titanic. The word down is উত্তর: Adverb

৭৩. Only Subarna can do this. Make it negative without changing meaning উত্তর: None but Subarna can do this.

৭৪. He lives opposite … the market. উত্তর: to

৭৫. I want my breakfast… উত্তর: served

৭৬. Seenig is … উত্তর: believing

৭৭. Kamal entered the room, sat and … his book. উত্তর: opened

৭৮. Boot leg means উত্তর: smuggle

৭৯. What is the correct synonym of Abolish? উত্তর: cancel

৮০. লোকটি মরমর অবস্থা Translate it into English উত্তর: The man is about to die.

৮১. তেল পানিতে ভাসে Translate it into English উত্তর: Oil floats on water.

৮২. The idioms put up with means উত্তর: tolerate

৮৩. To get along with means উত্তর: to adjust

৮৪. When he pragmatic, he is benig উত্তর: practical

৮৫. Could you tell me… উত্তর: where he is?

৮৬. He is … FRCS উত্তর: an

৮৭. The verb of the world strong is উত্তর: strengthen

৮৮. The antonym of patriot is উত্তর: traitor

৮৯. Inspite of my request, he didn’t…. উত্তর: give in

৯০. Choose the correct spelling উত্তর: proprietor

The examiners will stay in their respective seats.  Inspectors will accept answer sheets.  After the inspectors comprehend the answer sheet, the examiners will leave the exam room.  The candidates will take the question paper. The candidates cannot carry any kind of electronic devices during the exam in the hall.

Dear if you want to know all other job exam date, seat plan and result, subscribe our website BD CIRCULAR ZONE and if you want to know to us about prosno somadan or uttor, comment in the following comment box. We will try to answer your question. Stay with us will come to you a new post for you. Thank you very much.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top