Dhaka University Cha Unit Question Solution 2020-21: DU Fine arts cha unit question solve 2020-21 is available on our website. You may wait for DU cha unit exam question and answer. So today we collect all the right answer so lets start.
Dhaka University Cha Unit Question Solution 2020-21
Dhaka University is one of the largest Universities. DU cha unit is an art-related study. Today after finishing the study students will search for their question solution. We have seen that finding question solution on the internet is becoming a trend day by day. After the exam, the student went home and search the question solution by his or her mobile or computer. So We have tried to give du cha unit question solution.
DU Fine Arts Cha Unit exam Timeline |
---|
University Name: Dhaka University Unit Name: Cha Type: MCQ Date: 09 October 2021 (Saturday) Time: 11.00 AM – 11.30 PM |
DU Cha Unit Admission Question Solve 2020-21
Du Cha unit is related to Drawing. If your dream is an Artist profession then this unit is suitable for you. In this unit, there are 4 subjects that are all related to drawing. The total seat number in this unit is one hundred thirty-five. If you want to admit this unit first you have to attend the written exam. If you pass the written exam then call you for a viva exam. After the viva exam authority announced the result. After the viva result, you can admit this unit.
CHA Unit Question 2020-2021
In the following, we have tried to give CHA Unit Question 2020-2021 and its answer without faultless. To man is err so if you see the wrong answer, comment our below box. Inshallah we will try to give correction this question. Dhaka University fine arts admission question has given below…
DU Cha Unit Admission Question Answer
Dhaka University Admission Question Solve 2020-21 for cha Unit will be available here. Dhaka University Cha Unit Admission Test 2021 exam is taken in their campus and outside of the campus. DU Cha Unit Question Solution 2020-21 of the First Year Undergraduate Program. Applicants must get English for 12 marks and total 48 marks. Otherwise applicants will count. Dhaka University Admission Test Unit cha 2021 was held on 09 October 2021 (Saturday)

১. সাম্যবাদী কবিতায় বড় উপাসনালয় কোনটি?
(ক) পবিত্রভূমি (খ) কার্যক্ষেত্র (গ) বিশ্বপ্রকৃতি (ঘ) হৃদয়
২. বিভাবসু শব্দের অর্থ কি?
(ক) সকাল (খ) দুপুর (গ) সূর্য (খ) মঙ্গগ্রহ
৩. একতারা শব্দটি যে ভাষা থেকে এসেছে?
(ক) ফারসি (খ) আরবি (গ) সংস্কৃত (ঘ) তুর্কি
৪. ক্ষুৎপিপাসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
(ক) ক্ষুত্ + পিপাসা (খ) ক্ষুধ + পিপাসা (গ) ক্ষুদ + পিপাসা (ঘ) ক্ষুৎ + পিপাসা
৫. “যিনি ন্যায়শাস্ত্র জানেন” এর এককথায় প্রকাশিত রূপ হলাে-
(ক) নৈয়ায়িক (খ) ন্যায়পাল। (গ) ন্যায়বাগীশ (ঘ) ন্যায়বদ্ধ
৬. সঠিক বানান কোনটি? উত্তরঃ মরীচিকা
(ক) মরিচিকা (খ) মরীচীকা (গ) মরীচিকা (ঘ) মরিচীকা
৭. কোন যতি চিহ্ন নয়?
(ক) ঃ (খ) : (গ) । (ঘ) ;
৮. চুলের সমার্থক শব্দ নয় কোনটি?
(ক) কেশ (খ) চিকুর (গ) কুন্তল (ঘ) ললিত
৯. আট কপালে বলতে কি বুঝায়?
(ক) হতভাগ্য (খ) ভাগ্যবান (৭) সরু কপাল (ঘ) চওড়া কপাল
১০. “এ সংসারে ক্ষীর,সর,দুগ্ধ, দধি, মৎস্য,মাংস সকলই তোমরা খাইবে”এখানে যাদেরকে `তোমরা’ কারা
(ক) বিড়ালের (খ) মানুষেরা (গ) দুর্বত্তরা (ঘ) চোরেরা
১১. মোতাহের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ প্রবন্ধটি তাঁর কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
(ক) সভ্যতা (খ) সুখ (গ) সংস্কৃতি (ঘ) সংস্কৃতি কথা।
১২. Which spelling is correct?
(ক) Shakespeare (খ) Shakespiar (গ) Shakespear (ঘ) Shakespiare
১৩. What is the antonym of arrogant?
(ক) proud (খ) meek (গ) insolent (ঘ) rude
১৪. Neither Upoma nor Prothik —-qualified for the job.
(ক) are (খ) were (গ) is (ঘ) had
১৫. ‘আমি তাকে কাঁদতে দেখলাম’ এর সঠিক ইংরেজি অনুবাদ?
(ক) I saw her cried (খ) I saw her cry. (গ) I saw her to cry. (ঘ) I saw her to crying.
উত্তরঃ সঠিক উত্তর নাই , সঠিক উত্তর হবে : I saw her crying
১৬. What is the name of Monica Ali’s novel and the film based on it?
(ক) Brick Lane (খ) Banglatown (গ) Landmark (ঘ) Brick Town
১৭. ‘The struggle this time is the struggle for freedom- the struggle this time is the struggle for our emancipation’ is a very famous quote from?
(ক) Abraham Lincoln (খ) Nelson Mandeln (গ) Netaji Subhash Chandra Bose (ঘ) Bangabandhu Sheikh Mujibur Rahman
১৮. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
(ক) মাইক্রোসফট ওয়ার্ড (খ) মাইক্রোসফট এক্সেল (গ) মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট (ঘ) মাইক্রোসফট অ্যাকসেস
১৯. বাংলাদেশে তথ্য অধিকার আইন প্রচলিত হয় কত সালে?
(ক) ২০০৮ (খ) ২০০৯ (গ) ২০১০ (ঘ) ২০১১
২০. হটস্পট কি?
(ক) নির্দিষ্ট উত্তপ্ত এলাকা (খ) তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা (গ) তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা (ঘ) বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা
২১. মাইক্রোব্লগিং ওয়েবসাইট কোনটি?
(ক) ফেসবুক (খ) টুইটার (গ) আমাজন (ঘ) গুগল
২২. সর্বজ্যেষ্ঠ কার্টুনিস্ট কে?
(ক) কাজী আবুল কাসেম (খ) কামরুল হাসান (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর (ঘ) রফিকুন নবী
২৩. নাইট ওয়াচ নামের শিল্পকর্মের শিল্পী কে?
(ক) এল গ্রেকো (খ) ডুরার। (গ) ভ্যান গঘ (ঘ) রেমব্রান্ডট
২৪. বাংলাদেশে আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃৎ কে?
(ক) নভেরা আহমেদ (খ) হামিদুজ্জামান খান (গ) আবদুর রাজ্জাক (ৰ) সৈয়দ আবদুল্লাহ খালিদ
২৫. টেপা পুতুলের মূল উপকরণ কোনটি?
(ক) কাঠ (খ) কাপড় (গ) তুলা (ঘ) মাটি
২৬. শিল্পাচার্য জয়নুল আবেদিনের মনপুরা ৭০ চিত্রকর্মটি বিষয়বস্তু কি?
(ক) দুর্ভিক্ষ (খ) জলোচ্ছ্বাস (গ) নবান্ন (ঘ) মুক্তিযুদ্ধ
২৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান লোগো কে ডিজাইন করেছেন?
(ক) হাশেম খান (খ) কাইয়ুম চৌধুরী (গ) নিতুন কুন্তু (ঘ) সমরজিৎ রায় চৌধুরী
২৮। ‘নেফারতিতি’ ভাস্কর্যটি কোন সভ্যতার?
(ক) হেলেনীয় সভ্যতা (খ) সিন্ধু সভ্যতা (গ) মিশরীয় সভ্যতা (ঘ) আসিরীয় সভ্যতা
২৯। আলতামিরা গুহাটি কোথায় অবস্থিত?
(ক) ফ্রান্স (খ) স্পেন (গ) জামনি (ঘ) ভারত
৩০। কুমিল্লার ময়নামতি কেন বিখ্যাত?
(ক) বৌদ্ধ বিহার (খ) মন্দির। (গ) মসজিল (ঘ) সমাধিক্ষেত্র
৩১। সনেট-এ কয়টি চরণ থাকে?
(ক) ১২টি (খ) ১৩টি (গ) ১৪টি (ঘ) ১৫টি
৩২। ঢাকা শহরের চিত্র অঙ্কন করেছিলেন কোন বিদেশি শিল্পী?
(ক) চার্লস ডয়েলী (খ) জন জোয়ানি (গ) জসুয়া রেনল্ডস (ঘ) উইলিয়াম হাের্থ।
৩৩। ইউনেস্কো-স্বীকৃত বাংলাদেশের ইনট্যানয়িাবল কালচারাল হেরিটেজ?
(ক) পাখা ও মুখোশ (খ) সখের হাঁড়ি ও নকশি কাঁথা (গ) শীতল পাটি ও জামদানি (ঘ) নকশি পিঠা
৩৪। 6B কিসের নম্বর?
(ক) তুলি (খ) পেন্সিল (গ) ইরেজার (ঘ) চারকোল
৩৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বাংলা বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা” কোন সাল।
(ক) ১৯৭৯ (খ) ১৯৪৮ (গ) ১৯৮৯ (ঘ) ১৯৯০
৩৬। রােহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে। আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে কোন দেশ?
(ক) নাইজেরিয়া (খ) গাম্বিয়া (গ) বাংলাদেশ (ঘ) থাইল্যান্ড
৩৭। এ বছর (২০১১) কোন চলচ্চিত্রকারের জন্মশতবর্ষ উদযাপিত হচ্ছে?
(ক) জহির রায়হান (খ) ঋত্বিক ঘটক (গ) সত্যজিৎ রায় (ঘ) মৃণাল সেন
৩৮। কোন শিল্পকর্মটি ত্রিমাত্রিক? (ক) বিদ্রোহী (খ) অপরাজেয় বাংলা (গ) পাইন্যার মা (ঘ) তিন কন্যা
৩৯। ‘আলিবর্দি খ’-এর প্রকৃত নাম কী? (ক) মির্জা মুহম্মদ আলি (খ) সুজাউদ্দিন (গ) সরফরাজ খাঁ (ঘ) হাজি আহমদ।
৪০। ফ্রাঁ’ কোন দেশের মুদ্রা হিসেবে প্রচলিত ছিল? (ক) ফ্রান্স (খ) ইতালি (গ) জার্মানি (ঘ) ফিনল্যান্ড
DU CHA Question Solution 2019-20
01. ‘The Captive Lady’ কাব্যগ্রন্হটি কোন কবির লেখা? – মাইকেল মদুসুদন দত্ত
02. সঠিক বানান কোনটি? – পিপীলিকা
03. রেমব্রান্ডট কোন দেশে জন্মগ্রহন করেন? – হল্যান্ড
04. অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু কী? – গৌতম বুদ্ধের জীবনকাহিনি
05. ফাইবার অপটিক কিসের ভিতর দিয়ে তথ্য পাঠানো হয়? – কাচের তন্ত
06. বাঘের আক্রমন থেকে পরিত্রাণ পেতে পাওয়া হয়- গাজির গান
07. কোনটি ময়মনসিংহ ও সিলেট জেলার ভাটি অঞ্চলে প্রচলিত লোকগীতি? – ঘাটু গান
08. ‘মহেঞ্জোদারো’ শব্দের অর্থ কী? – মৃত মানুষের ঢিবি
09. ইনসুলিন কী? – এক ধরনের হরমোন
10. The new job offer was alluring Here alluring means-
11. বাংলাদেশের কোন নৃগোষ্ঠী বিজু উৎসব পালন করে? – চাকমা
12. ডেঙ্গু জ্বর হলে রক্তের যে উপাদানটি কমে যায় –
13. ২০১৯ সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষদেশ কোনটি? – আইসল্যান্ড
14. আকবরের চিত্রশালার প্রথম দিকের অলংকৃত গ্রন্থগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য –
15. কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? – জঁ পল সাত্রে
16. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কত সালে জাতিসংঘে বাংলায় বক্তৃতা দেন? – ১৯৭৪
17. কোন বণাঞ্চল ‘পৃথিবীর ফুসফুস হিসেবে অখ্যায়িত হয়েছে? – আমাজন রেইন ফরেস্ট
18. Select the antonym for ‘pride’ humility
19. বাংলাদেশের কোন শিল্পী লোকশিল্পের অনুগামী নন?
20. একই রূপ বৈশিষ্ট্যের অক্ষর চিহ্ন ও সংখ্যার সম্পূর্ণ সেট কোনটি?
21. ২০১৯ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত শিল্পী কে? – মুর্তজা বশীর
22. Which noun is n plural form?
23. প্রথম বাঙালি নারী কবি কে? – চন্দ্রাবতী
24. ‘দুর্গেশনন্দিনী শব্দের অর্থ কী? – দুর্গপ্রধানের কন্যা
25. ‘হ্ম’ যুক্ত বর্ণ টির বিশ্লেষিত রূপ কোনটি? – হ+ম
26. গ্রীক ভাষায় ‘Grammar” শব্দটির অর্থ ক? – শব্দশাস্ত্র
27. DENV-1, 2 কোন ধরনের রোগ? – ভাইরাসজনিত
28. সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলায় অন্তর্ভুক্ত? – ৫ টি
29. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
30 Identify the correct spelling. Accommodation
31. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় কয়টি নদীর কথা আছে? – ৩ টি
32. ‘সেই ফুল আমাদেরই প্রাণ’ – কোন কবিতার অন্তর্ভুক্ত? – ফেব্রুয়ারি ১৯৬৯
33. বাংলাদেশের সর্ববৃহৎ পোড়ামাটির ফলকচিত্র কোথায় রয়েছে?
34. জয়নুল আবেদীন এর দুর্ভিক্ষ-চিত্রমালা কোন কালিতে আঁকা? – শুধু কালো
35. ‘Bright– এর synonym নয় কোনটি? – glance
36. দাদাবাদ কোন সময় শিল্পান্দোলন? – বিশ শতকের
37. কোন শিল্পীদের আত্মপ্রতিকৃতি রচনার জন্য প্রসিদ্ধ?
38. ডিএনএ (DNA)- এর পূর্ণরূপ কোনটি? – Deoxyribo Nucleic Acid
39. Select the correct ending to the sentence.
40. The correct spelling is- cartridge
41. কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? – সঞ্চিতা
42. ‘অহিনকুল’ কোন সমাস? – দ্বন্দ্ব সমাস
43. ‘পরভৃত’ কোন শব্দের সমার্থক? – কোকিল
44. ‘লালসালু’ উপন্যাসে মজিদের মহব্বত নগর গ্রামে প্রবেশ কেমন ছিল?
45. কোনটি মানুষকে অদ্বিতীয় ভাবে সনাক্ত করার প্রযুক্তি?
46. কোনটি ডিজাইনের উপাদান নয়?
47. রোকেয়া সাখাওয়াত হোসেনের সভ্যতার সঙ্গে দারিদ্র বৃদ্ধির কী কারণ নির্দেশ করেছেন?
48. Select the correct ending to the sentence. There are many helpless people, I wish ___.
49. গ্রন্থগুলোর গতিপথ উপবৃত্তাকার- এ সূত্রটি কোন বিজ্ঞানীর?
50. মহামারীর পটভূমিতে লেখা উপন্যাস ‘দ্য প্লেগ’ – এর রচয়িতা কে?
We Publish all Educational Such as DU Cha Unit Admission Question Solution and National University Bangladesh Notice, Result, Form Fill Up Notice, National University Admission Notice Honors Notice, Degree Notice, Masters Notice, Dhaka University Under Dhaka University (DU) Notice, Result, Form Fill Up Notice, National University Exam Routine, Dhaka University (DU) 7 College Admissions Notice, Exam Results, We Published NTRCA Notice Board, Primary School Teacher Job Notice and Question Solution, HSC Exam Notice SSC Exam Notice, BCS Notice And Others Educational News, All Dhaka University (DU) Jobs Circular Every Day C Unit Admission Question Solution Example Government Job in Bangladesh and other educational support are available here.
On our website, we provide different types of job information as well as provide some effective information or resources and job tips that help you get the job done easily. We trust that our distributing data helps the activity searchers find a better job. We likewise share slanting assets for the learner who is uniquely expanding their insight. Our principle goal turns into a trustworthy occupation round site in Bangladesh by distributing a genuine refresh that enables the joblessness |
Last year’s question for all units of Dhaka University. Dhaka University cha Unit Written Question 2020-21 . We are hardly trying to solve it. Every year we have to do Dhaka University cha Unit Question Solve. This year we are also addressing the question paper of Dhaka University cha Unit Admission Test 2020-21. All students are able to check it. Remember ‘if you get any Wrong answers please comment or give us a mail to us. We are solving it just we think those are right. Please don’t hesitate to give a comment or mail to us via Facebook