Class 9 Bangla Assignment Answer 2021( 8th Week)

8th Week class nine Bangla Assignment Solution 2021 : Class 9 Bangla Assignment Answer 2021 is now attached on our website.  If you are looking for right answer then this article is for you. So grab your assignment answer.

8th Week Class 9 Bangla Assignment Answer 2021

For Class nine Bangla subjects combined of literature and Grammar .If you want to learn about Bangla first you have to know Bangla grammar and literature. That’s why we wrote this assignment as same as maintains grammar and literature. Class nine students are upcoming generation for our Bangladesh. We spend our time and skill for students. Class nine students Bangla text books have much learnable topics. Which, students don’t understand properly that’s why we are here. This article about how to learn, read, write a 8th week class 9 Bangla assignment answer 2021. Obviously student should follow and collect it from our site. To make a better assignment for students is our goal. Student’s success is our success. That’s why our assignment very much colorful and structural.


Class nine Bangla students must much serious on their Bangla text.  So that we always very careful for their assignment. When a student would useful from our article then we would happy and this is our main prospect. A well Bangla assignment uttor all weeks makes a student’s good in Bangla. Try to understand that there are a lot of source to know. And today or tomorrow you will get good source for yours Bangla. So try your best.

Class 9 Bangla Assignment Solution 2021

Before our site right about just Bangla assignment but now we also give you assignment answer .The class nine students are very mature about their Bangla subject. For improve the capacity to give  answer we always beside the students. Give good answer capacity makes a student’s better. Already entire assignment has finished and the posts assignment has been published. So now we decide the Class 9 Bangla Assignment Solution 2021  to publish. May be the students are eagerly waiting. Most of the class nine students ask when we will get it in opponent we say them within a little time you will get your answer so the students are calm. But today is good news for those waited students.

Class 9  8th Week Bangla Assignment

বাংলা এসাইনমেন্ট 

বঙ্গবাণী ও কপােতাক্ষ নদ উভয় কবিতাতেই মাতৃভাষা প্রীতির মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পেয়েছে” – মন্তব্যটির স্বপক্ষে তােমার যৌক্তিক মত উপস্থাপন কর।

উত্তর :

সূচনাঃ বাংলা সনেট এর প্রবক্তা মাইকেল মদুসূদন রচিত চতুদর্শপদী কবিতাবলীর অন্তগর্ত কপােতাক্ষ নদ’ এবং মধ্যযুগের বাংলা কাব্যসাহিত্যের অন্যতম কবি আব্দুল হাকিম রচিত নূরনামা কাব্যগ্রন্থের অন্তগর্ত ‘বঙ্গবাণী’ উভয়
কবিতাতেই মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালবাসার স্বরূপ দেখতে পাই। | মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। কপােতাক্ষ নদ’ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলি থেকে সংগৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে।

উপরে উল্লেখিত মন্তব্যটির সাথে আমি একমত পােষণ করছি এবং কেন করছি তাৰু স্বপক্ষে আমার মতামত নিন্মের আলােচনার মাধ্যমে উপস্থাপন করছি।

দেশপ্রেম-

দেশপ্রেম হল নৈতিক, পাশাপাশি একটি রাজনৈতিক নীতি, যার যার নিজের জন্মভূমির প্রতি ভালবাসার উপর ভিত্তি করে একটি বােধ, পাশাপাশি পিতৃভূমির স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে ইচ্ছুক। দেশপ্রেম শব্দটি এসেছে গ্রীক ভাষা থেকে।

বঙ্গবাণী কবিতায় দেশপ্রেমের স্বরূপ-

বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম তাঁর মাতৃভাষা বাংলার প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন তার লেখনীর মাধ্যমে। কবি বঙ্গবাণী কবিতা

লেখার সময় অনুধাবন করতে পেরেছিলেন যে, বাংলা ভাষায় গ্রন্থ রচিত না হলে সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে। মানুষের নিজ ধর্ম পালনের মাধ্যমে আল্লাহর কৃপা পাওয়ার সমান অধিকার রয়েছে আর আল্লাহ তাঁর সৃষ্ট সব পশু পাখি ও মানুষের ভাষাই বুঝতে পারেন। কবি ‘বঙ্গবাণী’ কবিতায় তাঁর গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মােটেই বিদ্বেষ নেই। এইসব ভাষায় আল্লাহ ও মহানবীর স্মৃতি বণির্ত রয়েছে। তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বােধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না সেসব ভাষাভাষী লােকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। একারণেই কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনােনিবেশ করেছেন। তাই কবি নিজ ভাষায় কাব্য রচনায় এবং ধর্মীয় উপাসনার পক্ষে তার মতামত প্রকাশ করেন।


তিনি বলেন, মারফত সম্পর্কে যারা অজ্ঞ তারাই হিন্দুয়ানি ভাষাজ্ঞানে বাংলা ভাষার প্রতি অনীহা প্রকাশ করে। বাংলার মাটিতে জন্মে যারা বাংলা ভাষার প্রতি বিরূপ মনােভাব পােষণ করেন তাদের জন্মপরিচয় নিয়ে এই কবিতার মাধ্যমে তিনি সন্দেহ প্রকাশ করেন। অর্থাৎ কবির এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টতই বুঝা যায় যে তিনি তার দেশ ও ভাষাকে কতটা ভালবাসতেন। বঙ্গবাণী কবিতায় কবি স্বভাষার বিরােধিতাকারীদের এদেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিদেশি ভাষার প্রতি অনুরাগীদের কবি প্রছন্দ করেন না। আত্নবিশ্বাসী কবি বিশ্বাস করেন, বাংলা ভাষায় যত উপদেশ বাণী রচিত হবে তা আমাদের মনকে পুনঃপুন জাগিয়ে তুলবে।

কবি বলেছেন,

“হে বঙ্গ ভান্ডারে তব বিভিধ রতন;
তা সবে, (অবােধ আমি!) অবহেলা করি,
পর-ধন লােভে মত, করিনু ভ্রমন পরদেশে,
ভিক্ষাবৃত্তি কী কুক্ষণে আচরি।”

এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টতই কবির দেশের প্রতি অপরিসীম প্রীতি ও ভালবাসা প্রকাশ পায়। বংশানুক্রমে বাংলাদেশেই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে ।

কপােতাক্ষ নদ কবিতায় দেশপ্রেমের স্বরূপ-

‘কপােতাক্ষ নদ’ কবিতায় কবি যশােরের সাগরদাঁড়ির পাশ দিয়ে কুলকুল ধ্বনিতে বয়ে যাওয়া কপােতাক্ষের প্রতি তাঁর গভীর প্রেমবােধের পরিচয় দিয়েছেন। বিদেশে বসে কবি তার জন্মভূমির শৈশব-কৈশােরের বেদনাবিধুর স্মৃতি রােমন্থন করেছেন, হযেছেন কাতর। জন্মভূমির এ নদ যেন। কবিকে মায়ের স্নেহডােরে বেঁধেছে, তাই কিছুতেই এই নদকে তিনি ভুলতে পারেন না। মাতা , মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি মানুষের টান থাকে শৈশব থেকেই। একটি সংস্কৃতি শ্লোকে বলা হয়েছে ‘জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী’ অর্থাৎ জননী জন্মভূমি স্বর্গের চেয়ে গরীয়ান। তাই মানুষ তার জন্মভূমিকে কোনদিন ভুলে না। কপােতাক্ষ নদের কাছে কবি সবিনয় মিনতি-বন্ধুভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন, কপােতাক্ষও যেন একই প্রেমভাবে তাঁকে সস্নেহে স্মরণ করে। কপােতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। স্বদেশের জন্য হৃদযের কাতরতা, কবি এই কবিতার মাধ্যমে বঙ্গবাসীর কাছে ব্যক্ত করেছেন। কবির এই মাতৃভূমির প্রতি ভালােবাসা ও স্মৃতিকাতরতা ‘কপােতাক্ষ নদ’ কবিতার প্রধান উপজীব্য বিষয়।

কবি তার দেশকে স্বরণ করে বলেছেন;

‘প্রজারূপে রাজরূপ সাগরের দিতে
বারি-রূপ কর তুমি; এ মিনতি, গাবে
বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে
নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে’

উপসংহারঃ উপরােক্ত আলােচনার মাধ্যমে একথা আরও সুস্পষ্ট প্রতিয়মান হয় যে, আমার পাঠ্যবইয়ে রচিত “বঙ্গবাণী’ ও ‘কপােতাক্ষ নদ’ এই দুইটি কবিতাই মূলত মাতৃভাষা প্রীতির মাধ্যমে দেশপ্রেমেরই বহি:প্রকাশ।

Bangla Assignment Solve 2021 For Class 9

We hope that all students have very clear idea about their Bangla assignment solution. So we also want to publish the Bangla assignment solution in this site. For this reason you should visit this web site .All students know this site always express the educational suggestion with heavy confidence according to Bangla text books. If our site gives you right solution you students will be happy. That’s why this site try to give best knowledge students about Bangla assignment solution  4th week and  8th week .We share the solution following the up above Bangla assignment discussion. You all students should follow our site to see your solution.

In conclusion, you can justify in our web site Bangla solution with others link then you understand that what is actual value is your Bangla assignment and solution.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top