Home Assignment SSC Assignment Answer 2022 3rd Week (Class 10 Assignment 2021)

SSC Assignment Answer 2022 3rd Week (Class 10 Assignment 2021)

by Informer

3rd Week Class 10 Assignment Answer 2022: SSC Assignment Answer 2022 3rd Week has been published in the official website dshe.gov.bd. Today our topic is related to Class 10 3rd week assignment question & solution 2021.If you interested about DSHE ssc assignment solution, it is right place. To find correct solve stay with us. In the following we have tried to give the right answer.

SSC Assignment Answer 2022 (3rd Week)

Welcome back in our website, we have written a new post about ssc assignment with uttor. We think it will be more effective post for the ssc students. Recent time Directorate of Secondary and Higher Education has decided that the secondary school certificate examinee of 2022 will get SSC Assignment Answer 2022 (3rd Week). As for a long time our all education institution of our country is closed, to publish assignment is right decision.

We, all of us know that because of corona epidemic our school and college remained closed. In this situation, our students are being lazy. To realize the whole situation our authority has taken a proper decision. If the students sit in home idly, they will become inactive. So students will get chance to study or educational activities. However ssc assignment 2021 will announce in dshe.gov.bd soon we will add below the somadan.

SSC Assignment 3rd Week Solution 2022

From last or on 18 March 2020 our country’s all educational institution natural activities are closed. For this the students are not participate in class and cannot revise their selected syllabus. As they cannot revise their syllabus, the authority has declared short syllabus and assignment. To keep our students read activity speed our education ministry have taken some proper steps such as online class and btv class. Within few days DSHE will proclaim third week assignment 2021 for ssc students. After publishing the assignment we will give the SSC Assignment 3rd Week Solution 2022.
In Bangladesh class ten is very important batch because in this sector the student has to attend in ssc examination. After nine year schooling all the students see the dream they will attend in class and revise their whole syllabus. But this year our country’s students cannot attend in class because of an unexpected situation named corona virus.

By this post we will see all subject assignment solution especially two subjects for third week. For the third week the authority has selected two subjects they are math, physics, business entrepreneurship and geography.

SSC Math Assignment Answer 2022

Mathematics is very essential subjects for all class students especially ssc students. Most of the students fear this subject because it is hard subject. When the assignment for ssc was selected by the authority then most of the students are worried about how they will solve this assignment. We assure to you that we will provide for you. Interested candidates will get all necessary details for ssc math 2021. In this para we will give ssc math assignment answer 2022.


Check Answer 

SSC Physics Assignment Solution 2022

We are going to add here SSC Physics Assignment Solution 2022. In this website you will get the answer. Physics is related to science so the science background students will find here the solve.



SSC Business Entrepreneurship Assignment Solution 2022

As you are business group students so you have to understand all business term otherwise you do not go ahead with the business world. As you are business faculty students so you need have clear concept about business because without clear concept you cannot get a good job. My dear if you want to get SSC Babsa Udyog Assignment Solution 2021, enter our site and see this post.

বাংলাদেশের শিল্পের উপর ব্যবসায়িক পরিবেশের উপাদান এর প্রভাব

ব্যবসায়ের যেসব উপাদান ও অবস্থা ব্যবসায় কার্যাবলিকে প্রভাবিত করে, তাদের সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে। ব্যবসায়ে প্রভাব বিস্তারকারী প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানগুলাের সমন্বয়ে ব্যবসায় পরিবেশ গঠিত হয়। যেসব অবস্থা বা পরিস্থিতির ওপর নির্ভর করে ব্যক্তি, প্রতিষ্ঠান, তাদের ব্যবসায়। কার্যক্রম পরিচালনা করে এবং সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে প্রত্যক্ষ ও পরােক্ষভাবে সহযােগিতা পায়, তাকে ব্যবসায় পরিবেশ বলে। ব্যবসায়ের পরিবেশ সম্পর্কে কয়েকজন মনীষীর সংজ্ঞা উল্লেখ করা হলাে অধ্যাপক ফিলিপ কটলারের মতে, “পরিবেশ হলাে সমগ্র শক্তি এবং সত্তার সমন্বিত রূপ, যা বাহ্যিক এবং সম্ভাব্যভাবে কোনাে বিশেষ প্রতিনিধির সঙ্গে প্রাসঙ্গিকভাবে সম্পর্কযুক্ত।’

এন মিশ্রের মতে, ‘যেসব বাহ্যিক উপাদান ব্যবসায় ও এর ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে, সেগুলাের সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে।’

সিবি গুপ্তের মতে, ‘ব্যবসায় পরিবেশ বলতে বাহ্যিক শক্তি ও প্রতিষ্ঠানসমূহের সমষ্টিকে বােঝায়, যেগুলাে ব্যবসায় কার্যক্রম ও তাদের ব্যবস্থাপকীয় নিয়ন্ত্রণকে প্রভাবিত করে।’

এই আলােচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বিনিয়ােগকারী বা উদ্যোক্তা মুনাফার থা ভেবে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগােলিক, আইনগত, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক ইত্যাদি পরিবেশগত উপাদান বিবেচনা করে মূলধন তথা ব্যবসায় কার্য পরিচালনা করে, তাকে ব্যবসায় পরিবেশ বলে।

ব্যবসায় কার্য শুরু করার আগে ব্যবসায়ীকে পরিবেশ সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে। হয়। উদ্যোক্তাকে সব অবস্থায় বিনিয়ােগ করা মূলধন থেকে প্রাপ্ত মুনাফা বিবেচনা করতে হয়। পরিবেশ যদি মুনাফা অর্জনের অনুকূল হয়, তবেই বিনিয়ােগকারী বা উদ্যোক্তা মুলধন বিনিয়ােগ করে।

ব্যবসায় পরিবেশের উপাদান:

১। প্রাকৃতিক পরিবেশ : প্রাকৃতিক উপাদানগুলাের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়।

ভূ-প্রকৃতি, জলবায়ু, নদ-নদী, গাছপালা, মৃত্তিকা, বনজসম্পদ, প্রাকৃতিক সম্পদ, মৎস্যসম্পদ, ভৌগােলিক অবস্থান প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের উল্লেখযােগ্য উপাদান। এসব উপাদানের উপস্থিতি বা অনুপস্থিতি। ব্যবসায় পরিবেশকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

২| অর্থনৈতিক পরিবেশ : বিভিন্ন অর্থনৈতিক উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয়, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।

মূলধন, বিনিয়ােগ, সঞ্চয়, ঋণব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, শ্রম ও মানবসম্পদ, অর্থবাজার, জাতীয় ও মাথাপিছু আয়, মূলধন বাজার প্রভৃতি অর্থনৈতিক পরিবেশের অন্যতম উপাদান।

| ৩ | সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ: সমাজে মানুষের সৃষ্ট সব উপাদানই সামাজিক পরিবেশের উপাদান হিসেবে গণ্য হয়।

শিক্ষা ও সংস্কৃতি, জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নৈতিকতা, মূল্যবােধ, ধর্ম ও বর্ণ প্রভৃতি সামাজিক পরিবেশের উপাদান। এসব উপাদান ব্যবসায়-বাণিজ্যকে অনেকাংশে প্রভাবিত। করে।

৪। রাজনৈতিক পরিবেশ: একটি দেশের সার্বিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাজনীতি ব্যাপক প্রভাব বিস্তার করে।

সরকার ও সরকারি নীতিমালা, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজস্ব নীতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভৃতি রাজনৈতিক পরিবেশের উপাদান।

| স্থিতিশীল রাজনৈতিক পরিশি একটি দেশে বিনিয়ােগের সুন্দর পরিবেশ সৃষ্টি করে, আবার অস্থিতিশীলতা | বিনিয়ােগ পরিবেশ নষ্ট করে।

৫| প্রযুক্তিগত পরিবেশ: প্রযুক্তিগত উপাদানগুলাে ব্যবসায় পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও | কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তিসম্পন্ন প্রতিষ্ঠানগুলাে প্রযুক্তিগত পরিবেশের উপাদান। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি দেশ তার শিল্পায়নে ব্যাপক উন্নয়ন লাভ করতে পারে।

৬। আইনগত পরিবেশ : আইন হলাে সুনির্ধারিত নিয়মকানুন, যা মানুষ, সমাজ ও রাষ্ট্রীয় কার্যাবলিকে সুসংহত করে। বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ আইন, ভােক্তা আইন প্রভৃতি আইনগত পরিবেশের | উপাদান।

৭| আন্তর্জাতিক পরিবেশ :আন্তর্জাতিক উপাদান ব্যবসায়-বাণিজ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে। আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য ও শিল্পনীতি, আন্তর্জাতিক সংস্থা, আঞ্চলিক সংস্থা, অর্থনৈতিক জোট প্রভৃতি আন্তর্জাতিক পরিবেশের উপাদান।

ওপরে আলােচিত উপাদানগুলাে অনুাল থাকলে ব্যবসায় পরিবেশের উন্নয়ন ঘটে আবার উপরােক্ত পরিবেশের উপাদানসমূহ প্রতিকূল হলে ব্যবসায় পরিবেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় বা বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান সঠিকভাবে অর্থ বিনিয়ােগ করে এবং ব্যবসায়।

পরিচালনা করে প্রচুর মুনাফা অর্জন করে, যা সমাজ, রাষ্ট্র, তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক | ভূমিকা রাখে।পরিশেষে বলা যায়, বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে ব্যবসায়ী পরিবেশের উপাদান এর প্রভাব অপরীসিম।

SSC Geography Assignment Solution 2022

Geography is very demandable subjects by reading this subject students can able to know about environment. Human, animal and plants are all important elements of the environment of the natural environment. So an important element we should read bogol. To do well in this exam for every student will be great challenge because you have to face assignment program. For your attention we can say that vugol assignment is not easy. Read our post and match your SSC geography Assignment Solution 2021.

ভূগােলের ধারণা ও পরিবেশের ধারনা।

ভূগােলঃ ইংরেজি Geography থেকে ভূগােল শব্দের এসেছে। Geoশব্দের অর্থ হলাে ভূ বা পৃথিবী এবং Graphy শব্দের অর্থ হলাে বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দের অর্থ হলাে পৃথিবীর বর্ণনা। অর্থাৎ মানুষেরা বাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনায় হলাে গুগােল। Professor E.A. Macne এর মতে মানুষের আবাসভূমি হিসেবে। | পৃথিবীর আলােচনা বা বর্ণনা হল ভূগােল। রিচার্ড হার্টসন বলেন; পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তি সংগত অসুর | বিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলাে ভূগােল। মােটকথা পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম চলেছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলােচনা এই হল ভূগােল। পরিবেশঃ মানুষের বসবাসরত আশেপাশের প্রাকৃতিক সকল দান মিলে মিশে তৈরি হয় পরিবেশ। নদী নালা সাগর। | মহাসাগর পাহাড়-পর্বত বন জঙ্গল ঘরবাড়ি রাস্তাঘাট উদ্ভিদ প্রাণী পানি মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে। পরিবেশ। অর্থাৎ কোন জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসম এর প্রভাব ও সংঘটিত ঘটনা হলাে ওই জীবের পরিবেশ।

পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও  প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে।

ভূগােলের পরিধি ও পরিবেশের উপাদান বর্ণনা: পরিবেশের উপাদান (Elements of environment): | পরিবেশের উপাদান দুই প্রকার যেমন জড় উপাদান ও জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি
আছে, জন্ম আছে, মৃত্যু আছে তাদের বলে জীব। গাছপালা, | পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলাে জীব। এরা | পরিবেশের জীব উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলাে | জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর,আলাে, উষ্ণতা, আর্দ্রতা হলাে পরিবেশের জড় উপাদান। এই | জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলাে জড় পরিববেশ। | ভূগােলের পরিধি (Scope of geography): বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তাধারণার বিকাশ, সমাজের মূল্যবােধের পরিবর্তন। | ভূগােলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন।নানান রকম বিষয় যেমন ভূমিরূপবিদ্যা, | আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণিবিদ্যা,

সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগােল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। পরিবেশের উপাদান গুলােকেশনাক্ত করে এগুলাে মানুষের সাথে কীভাবে সম্পর্কিত তা নিরূপণ। পরিবেশের উপাদান গুলাের সাথে মানুষের সম্পর্ক নিরূপণ করতে হলে শুরুতে পরিবেশের উপাদান সম্পর্কে ধারণা নিতে হবে। পরিবেশের উপাদান দুই প্রকার যেমন জড় উপাদান ও জীব উপাদান নিচে এগুলাে তুলে ধরা হলােঃ পরিবেশের জড় উপাদানের সাথে মানুষের সম্পর্ক। মানুষের টিকে থাকার জন্য পরিবেশের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলাে জড় উপাদান। কেননা পরিবেশের ভারসাম্য। রক্ষার জন্য জড়াে উপাদান যেমন পরিবেশের বায়ু মাটি পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন মানুষের টিকে থাকার জন্য বিশুদ্ধ বায় জরুরি, ফসলাদি চাষের জন্য। মাটি জরুরি, তেমনি তেমনি টিকে থাকার জন্য বিশুদ্ধ পানির ও প্রয়ােজন রয়েছে। মােটকথা মানুষের সাথে পরিবেশের জড় পদার্থের সম্পর্ক অত্যন্ত নিবিড়। অর্থাৎ মানুষের টিকে থাকার জন্য পরিবেশের জীব এবং জড় উভয়েই উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের সাথে পরিবেশের জীব উপাদানের সম্পর্কঃ মানুষের টিকে থাকার জন্য জীব উপাদানের গুরুত্ব। অপরিসীম। কেননা মানষের খাদ্যের একটি বড় অংশ আসে পরিবেশের জীব উপাদান এর থেকে। যেমন খাদ্যের জন্য মানুষ বিভিন্ন পশু আহার করে থাকে এবং নদীর মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে করে থাকে। এছাড়াও মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য পশুপাখির ব্যবহার করে থাকেন। অর্থাৎ মানুষের সাথে পরিবেশের জীব উপাদানের | এক গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

পরিবেশের জড় উপাদানের সাথে মানুষের সম্পর্কঃ মানুষের টিকে থাকার জন্য পরিবেশের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলাে জড় উপাদান। কেননা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জড়াে উপাদান যেমন পরিবেশের বায়ু মাটি পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন মানুষের | টিকে থাকার জন্য বিশুদ্ধ বায়ু জরুরি, ফসলাদি চাষের জন্য মাটি জরুরি, তেমনি তেমনি টিকে থাকার জন্য বিশুদ্ধ পানির | ও প্রয়ােজন রয়েছে। মােটকথা মানুষের সাথে পরিবেশের | জড় পদার্থের সম্পর্ক অত্যন্ত নিবিড়।।

Finally we can say that it is very good decision from the government to give the assignment for the ssc students. By this assignment program the students can take practice. As now still the lock down is running, the students should solve their assignment by sitting home.

Reading our post if you satisfy then subscribe our website. By subscribing our website you can get new update. My dear like our facebook page and share our post with your friends. No more today next time we will appear to you with a new post.

You may also like