Home Assignment Class 6 Science Assignment Answer 2021 9th Week

Class 6 Science Assignment Answer 2021 9th Week

by Informer

9th week class six science assignment solution 2021: Class 6 9th week science assignment answer is available in our website. We hope it will be great post to find out class 6 science assignment with 100% right answer. This post will be written for you so keep your eyes.

9th Week Class 6 Science Assignment Answer 2021

Directorate of Secondary and Higher Education (DSHE) authority has decided to give new assignment on science. Corona situation is not controlled yet. For this reason students need to continue their study. The education ministry wants student do assignment like previous year. We congratulate this decision and by this process the student can develop their skills. However we will add here 9th week class 6 science assignment answer 2021.

If you are student of class 6 then this post just for you and it is a very important. By reading our post you can collect 100% right answer on science assignment. To prepare your assignment you need answer, we have given below all questions solve. We add here all necessary details so that you can made your assignment.

 Science Assignment Solution Class 6 9th Week

Science is very essential subject and most of the students generally looks for it.  It is a matter of joy that in our post you can easily get class six science assignment and answer. We have notice that science subject is more difficult that other subject of class six. As science assignment solving will be hard for six class student, Insallah we will give here  science assignment solution class 6 9th week. This year the authority has selected science subject as assignment for class six. So student will try to solve it, it is natural. If they follow our post, they can solve science assignment of class 6.




চারপাশের বিভিন্ন শ্রেণীভূক্ত প্রাণীর গুরুত্ব ও এদের সম্পর্কে সচেতনতা

তারিখ: ২৬ জুন, ২০২১

বরাবর,

প্রধান শিক্ষক

নড়াইল উচ্চ বিদ্যালয়।

বিষয় : আমার দেখা ১০ টি প্রাণীর শ্রেণীবিন্যাস বিষয়ক প্রতিবেদন।

জনাব, বিনীত নিবেদন এই যে, আপনার আদেশ যাহার স্মারক নং চে, উ.বি ০৬-২০২১, অনুসারে : ”আমার দেখা ১০ টি প্রাণীর শ্রেণীবিন্যাস বিষয়ক প্রতিবেদন” শীর্ষক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি।

সহজে সুশৃংখলভাবে বিশাল প্রাণী জগকে জানার জন্য যে শ্ৰেণীকরণ করা হয়, তাই শ্রেণীবিন্যাস। জীব বিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে জীবকে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন সর্বাধুনিক পদ্ধতিটি আবিষ্কার করেন। ১৯৭৮ সালে বিজ্ঞানী মারগিউলিস ও হুইটেকার। পৃথিবীর সকল প্রাণীকে শ্রেণীবিন্যাসের পদ্ধতি অনুযায়ী অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যানিমেলিয়া রাজ্যের একটি পর্বের নাম কর্ডাটা।

কর্ডাটা পর্বের সকল প্রাণীকে মাত্র দুইটি দলে ভাগ করা যায়। যথা

১.অমেরুদন্ডী ও
২.মেরুদন্ডী

আমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভূক্ত দশটি প্রাণীর নাম :

১. গরু, ২. মৌমাছি, ৩. রেশম পােকা, ৪. রুই মাছ, ৫. চিংড়ি, ৬. কোকিল, ৭. হাঁস, ৮. কুকুর, ৯. বিড়াল, ১০. টিকটিকি।

এগুলােকে ছকে শ্রেণীবিন্যাস করা হলাে :

প্রাণীর নাম রাজ্য দল বৈশিষ্ট্য
১. মৌমাছি

২. রেশম পােকা

৩. চিংড়ি

অ্যানিম্যালিয়া অমেরুদন্ডী প্রাণী
  • অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই ।
  • এদের দেহের ভিতর কংকাল থাকে না ।
  • চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলাে চোখ থাকে যা পুঞ্জাক্ষি নামে পরিচিত।
  • এদের লেজ নেই।

 

প্রাণীর নাম রাজ্য দল বৈশিষ্ট্য
১. গরু

২.রুই মাছ

৩. কোকিল

৪. হাঁস

৫. কুকুর

৬. বিড়াল

৭. টিকটিকি

অ্যানিম্যালিয়া মেরুদন্ডী প্রাণী
  • এদের মেরুদন্ড আছে।
  • দেহের ভিতর থাকে পাখনা বা দুই জোড়া পা থাকে।
  • চোখ সরল প্রকৃতির।
  • মানুষ ছাড়া সকল মেরুদন্ডী প্রাণীর লেজ থাকে।
  • এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়।

মানবজীবনে এদের গুরুত্ব

  • রেশম পােকা হলাে উপকারী পতঙ্গ এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষি থাকে ।
  • মৌমাছি থেকে মধু আর রেশম পােকা থেকে রেশমি সুতা পাওয়া যায়।
  • চিংড়ি মূলত এক ধরনের পােকা। কিন্তু চিংড়িকে মাছ হিসেবে খাওয়া হয় এবং এটি খুবই সুস্বাদু।
  • রুই মাছ মৎস্য শ্রেণিভুক্ত প্রাণী।এরা পানিতে বাস করে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। রুই মাছ আমাদের প্রােটিনের চাহিদা পূরণ করে ।
  • কোকিল, হাঁস পক্ষী শ্রেণিভুক্ত প্রাণী।দেহ পালক দিয়ে আবৃত। এ সকল পাখি পালনের মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। তাছাড়া মানুষের জন্য প্রয়ােজনীয় প্রােটিনের উৎস হিসেবেও এসব প্রাণীর ভূমিকা রয়েছে।
  • গরু, কুকুর, বিড়াল হলাে স্তন্যপায়ী শ্রেণিভুক্ত প্রাণী। এদের দেহে লােম থাকে, বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয়, মায়েরা বাচ্চা প্রসব করে। এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। গরুর দুধ আমাদের না অনেক উপকারী। সুস্থ-সবল থাকার জন্য আমাদের গরুর দুধ পান করতে হয়। কুকুর সাধারণত আমাদের বাড়ি পাহারা দিয়ে থাকে। সুন্দর প্রাণী হওয়ায় অনেকে বিড়াল পুষে থাকেন |
  • টিকটিকি সরীসৃপ শ্রেণিভুক্ত প্রাণী।এরা বুকে ভর দিয়ে চলে, আঙ্গুলে নখ থাকে, ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়।ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়।টিকটিকি বিভিন্ন ধরনের ক্ষতিকর পতঙ্গ খেয়ে আমাদের বিভিন্ন রােগ থেকে বাঁচায়।

পরিবেশে কোনাে জীবই এককভাবে বেঁচে থাকতে পারে না।বেঁচে থাকার জন্য জীব বিভিন্নভাবে তার চারপাশের পরিবেশের উপর নির্ভর করে।


এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যে যে পদক্ষেপ নেওয়া যায়

১। এ সকল প্রাণীর জন্য বাসস্থানের সু-ব্যবস্থা করে দিতে হবে।

২। পুষ্টিকর ও আদর্শ খাদ্য নিশ্চিত করতে হবে।

৩। বসবাসের ক্ষেত্রে প্রতিকূলতা দূর করতে হবে।

৪। হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করতে হবে।

৫। উপরােক্ত প্রাণীগুলাে আমাদের খাদ্য চাহিদার বিরাট অংশ পূরণ করে থাকে বলে এসকল প্রাণীর সুস্বাস্থ্যে আমাদের তৎপর থাকতে হবে।

৬। এ সকল প্রাণীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

৭। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বংশবিস্তারের ব্যবস্থা করতে হবে।

৮। এ ধরনের প্রাণি পালনে সাধারণ মানুষকে আহ্বান করতে হবে।


প্রতিবেদকের নাম ও ঠিকানা :’ ক’

৬ষ্ঠ শ্রেণি

শাখা – ক।

রােল – ০১

নড়াইল উচ্চ বিদ্যালয়।

Class 6 Science Assignment Solve 2021

As corona situation is not reduced , the authority has decided to give assignment for the students. However the authority has selected science as 4th week assignment for class six.In this time the significance of assignment is very high. As many of the days our students are out of their study, it is right decision.

Biggan assignment for class 6 has been announced in the official website of maddomik o ucco maddomik sikka odidoptor. Then first of all you should try to solve it by own self. If you are fail to solve it then you should collect the assignment answer from a believable website like us. My dear class six students you have seen that we always try to give correct and faultless solve .

If you want to know about Class Six general science assignment answer and solution and other subject , comment in the following comment box. We will try to answer your question. Stay with us soon and a new post will come to you. Thank you very much.

You may also like