Primary Exam Question Solution 2019 .Priamry Assistant teacher question solve 2019.dpe exam question answer,Primary 1st step question with answer 2019,Primary 1st Phase Question and solution, Govt. primary school teacher all Step Exam Question and Solution 2019. Primary MCQ exam question solution, Govt primary teacher MCQ question solution, Primary preliminary question answer . Today primary exam question solve . Primary MCQ question solved 2019 is available in our website. To day we will discuss about primary Exam Question Solution 2019.
Primary Exam Question Solution 2019
This year primary assistant teacher exam will be held within 4 step. 1st step exam will start on 24 May 2019. And others step exam will be held in different times. Thousand of job seekers are attend on primary preliminary exam. This is the great opportunity for jobless people. Primary job is one kind of golden goose for female candidates. Government consider requirement for female candidates. Female candidates can apply in Govt primary job in HSC/Equivalent Exam pass on the other hand male candidates can not apply before graduation. Point to be noted, In primary job female candidates have Special Female – Quota. About 15% quota reserved for female candidates. 24 May 2019 is 1st step primary exam date . Some important data about primary
Primary 2nd Step Exam Question Answer 2019
Primary 2nd Step Exam Question Solution 2019
- As the sun. I decided to go out.—– was shining
- অঘারাম বাস করে অজপাড়া গায়ে এথানে অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ ?—- খাটি বাংলা
- তাসের ঘর — ক্ষনস্থায়ী
- ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তথ্কালীন পূর্ব পাকিস্থানের আসন কতটি ছিল— 167 টি
- মাত্রাহীন বর্ন- 10 টি
- Which is the correct – He was hanged for murder.
- কুসুমিত’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?—কুসুম+ইত
- ‘তুমি কি কখনাে কক্সবাজার গিয়েছে?—Have you ever been to Coxes Bazar?
- ইউরােপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা-২৮টি
- পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত- কানাডা
- শুদ্ধ বানান কোনটি—- সমীচীন
- বাংলাদেশের একমাত্র স্যটেলাইট কোন দেশে থেকে উৎক্ষেপন করা হয় – যুক্তরাষ্ট্র (ফ্লোরিডা)
- ০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯,-তাদের সমষ্টি কত – 107
- রবীন্দ্র এর সন্ধি- রবি+ইন্দ্র
- I have a boat made of wood. The underlined phrase is—past participle phrase
- 4x2 +9y2 কত যোগ করলে যোগফল পূর্ণবর্ রাশি হবে- 12xy
- ১৪৩ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে?- 39 টাকা
- বঙ্গবন্ধু কর্তৃক’ ছয় দফা ঘােষিত হয় কবে?—- ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
- A person who writes and edits dictionaries is called a–Lexicographer
- নিত্য সমাসের উদাহরণ কোনটি?-দেশান্তর
- পিতা ও পুত্রের বয়সের দ্বিগুন অপেক্ষা 2 বছর বেশি । পিতার বয়স 62 হলে পুত্রের বয়স কত?- 30 বছর
- Every driver must be held******* his own actions—- responsible for.
- What is the antonym of the word ‘unwitting?— intentional
- খাওয়ার লবণের সংকেত- NaCl
- অলীক’ এর বিপরীত শব্দ- সত্য
- দিন যায় কথা থাকে এখানে যায়’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?–অতিবাহিত
- The professor was given – to materials in the research laboratory.—access
- He said that he had done the work”. The direct speech is—He said, ‘He did the work
- বেলা অবেলা কালবেলার লেখক কে?–জীবনানন্দ দাশ
- মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?- এম, মনসুর আলী
- The plural of ‘Fez’-fezes.
- একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম লম্বা অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে ত্রিভূজের অতিভুজের দৈর্ঘ্য কত?–
- একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1. দুধের পরিমান যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমান কত ?—2 লিটার
- The book ‘Treasure Island’ is by–Stevenson
- পানির স্ফুটনাংক কত- ১০০’ সেলসিয়াস.
- poet of politics- শেখ মুজিবুর রহমান
- Phosphates — to most farm land in Bangladesh —-need added
- ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার প্রথম খবর বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক?—-সাইমন ড্রিং,
- একটি আয়কর বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথামে ১৫০ মিটার ও | ১০০ মিটার। বাগানটির দৈৰ্থ ২০% এবং প্রস্থ ১০% বৃদ্ধি করলে নন বাগানটিও ক্ষেএফল ক৩ বর্গমিটার হবে?
- “ষোড়শ” এর সন্ধি বিচ্ছেদ কোনটি? –ষট্ + দশ
- বিরাম চিহের অপর নাম কী?–বিশ্রাম চিহ্ন
- একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে , প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6জন দাড়িয়ে থাকে । তবে শ্রেণীর ছাত্র সংখ্যা কত?- ৬০ জন।
- রুপপুর পারমানবিক কেন্দ্র কোথায়?– পাবনা
- Change the voice ”who is creating this mess”?–By whom is this mess being created?
- Mr. Atique – rather not invest that money in the stock market.–would.
- 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত—৫০ ডিগ্রি
- বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? -রাষ্ট্রপতি.
- Amenable’ শব্দের সাথে সঠিক preposition টি কি হবে?-to
- **********-
- পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের–২৩ জুন
- The Feminine of ‘Ram’ is-Eew
- জোয়ার-ভাটার প্রধান কারণ–চাঁদের আকর্ষণ
- ****এর মান কত?–
- 6জন পুরুষ***************************বালকের বয়স কত ?–
- একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত 1:2:3 হলে ত্রিভুজটি হবে – সমকোণী
- পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা- মাকসুদুল আলম
- 0,1,2 ও 3 দ্বারা গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার বিয়োগফল- 2187
- ****হলে কত?-
- What is the plural – Bureaux
- শুদ্ধ বানান কোনটি- আসক্তি
- Which one is the correct spelling?-irresistible
- The Countable form of laughter is-Laugh
- কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরী করে?-সালােকসংশ্লেষণ
- কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না –2,4,7
- ইতিহাস রচান করেন যিনি-ঐতিহাসিক
- বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার, পরিধি 8 মিটার, ব্যাসার্ধ কত?
- কিরণ শব্দের সমার্থক নয়- কর
- কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই- নেপাল
- অক্ষির সমীপে- সমক্ষ
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় –1921
- ভাষার মূল উপকরন-ধ্বনি
- একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4,5 ও 3 হলে ক্ষেত্রফল কত–6
- একটি চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে । প্রতি 5 সেকেন্ডে কত বার ঘুরবে ?- 360 ডিগ্রি
- হাট-বাজার কোন অর্থে দ্বন্ধ সমাস- সমার্থে
- স্কাউটের প্রতিষ্ঠান- লর্ড ব্যাটেন পাওয়েল
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধীতা করেছিল- চীন ও যুক্তরাষ্ট্র
- Which one is correct spelling?-supersede
- কোনটি শুদ্ধ- আমার বড় দূরাবস্থা
- আমি আমরা কোন ধরনের সর্বনাম- ব্যক্তিবাচক
All Solution Credit Goes to : Admission War
Primary 1st Step Exam Question Solution 2019
Primary Exam Solution 2019
১.’Deciduous’ trees are trees those—– lose the leaves annually
২.‘সমাস’ শব্দের অর্থ কি — সংক্ষেপণ
৩. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয় — ঋ,র
৪. যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?- -২০%
৫. একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?–১৫০
৬. হাজার 971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন –এম আর আখতার মুকুল
৭.Which one of the Following words is not plural?-News
৮. *** এর মান কত?-
৯.‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি — গৈ+ অক
১০.দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর 2, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুন অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত?-24
১১.শুদ্ধ বানান কোনটি — মুমূর্ষ
১২. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি — প্রশ্নচিহ্ন
১৩. The meaning of the word “obese” is: very fat
১৪. কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে
১৫. ঢেঁকিতে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়- শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়
১৬. Pass away means– die
১৭. The synonyms of ‘ crime’ is -offense
১৮.চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য — বস্তুবাচক
১৯.যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে — জটিল বাক্য
২০.ধ্বনির পরিবর্তন কত প্রকার — ২ প্রকার
২১.দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। সংখ্যা দুটি কি কি?-18,19
২২. কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি- বাইট
২৩.
২৪.What is the noun of “Accept”?-Acceptance
২৫.English …. across the world.- is spoken
২৬.‘‘উলুখাগড়া’’ শব্দের অর্থ কি — গুরুত্বহীন লোক
২৭.Which one is correct?- One of my friend is a lawyer.
২৮.কষ্টে লাভ হয় যা — দুর্লভ
২৯.Of the four books, the red one is the …cheapest
৩০ . জন্মহীন মৃত্যুহীন — অজ
৩১.She was blessed … a son.-with
৩২.******যদি এবং হয় তবে কত?
৩৩.The feminine form of the word “Author” is:-Authoress
৩৪.ঢাকাতে 24 মে দুপুর 12টার সময় লন্ডনে সময় হবে-24 মে সকাল 8 টা
৩৫.‘‘গাছপাথর’’ বাগধারাটির অর্থ কি –হিসাব নিকাশ
৩৬.‘ আগ্নেয়’’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি — অগ্নি+ষ্ণেয়
৩৭. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন- Nikolai Podgorny
৩৮. 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- কে এম নুরুল হুদা
৩৯.1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে-২২৩
৪০.Which sentence is correct?-He does not know how to swim.
৪১. টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে- 17টি
৪২.‘শর্বরী’ এর বিপরীত শব্দ কোনটি — দিবস
৪৩.Singular form of ‘data’ is?-datum
৪৪.Rajshahi is …. sugar growing areas in Bangladesh.-one of the largest
৪৫. বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়-৩৫০
৪৬.3টি সংখ্যার গড়———হলে অর্ধেকের মান কত- 7
৪৭.The passive form of “I know him”-He is known to me
৪৮.একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রন্থের অনুপাত 3 : 1। পরিসীমা 200 মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?- 1875
৪৯.একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3 : 1। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত 4 : 1 হবে?-4
৫০. একুশে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে-UNESCO
৫১. BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম-New Development Bank
৫২.*****যদি হয় তবে এর মান কত?–9
৫৩. দেশে বিদেশে’র লেখক কে– সৈয়দ মুজতবা আলী
৫৪.এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান হলে, তার জুলাই মাসের আয় বছরের আয়ের কত অংশ?
৫৫.কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজী এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?-60
৫৬.‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি — গো+ এষণা
৫৭.দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?-39
৫৮.একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার তিনগুন পরিমান পেলে শিক্ষার্থী সংখ্যা কত?-30
৫৯.কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
৬০.There is …. milk in the glass.-much
৬১.কোন একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং অংশ বিবাহিত। ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত?- 90 জন
৬২.The antonym of ‘Insipid is-sanguine
৬৩.”I hardly go out after dusk- আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই
৬৪. The Spirit of Islam বইটির লেখক কে-সৈয়দ আমীর আলী
৬৫.1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন- জেনারেল রাও ফরমান আলী
৬৬.পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত? 4 মিনিট
৬৭.‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে — সরণি
৬৮.মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন- ৯ বার
৬৯.কোনটি প্রাদি সমাসের উদাহরণ — প্রগতি
৭০.****এর মান কত –11
৭১. Choose the word with correct spelling-receive
৭২.*** মধ্যক কত-
৭৩.সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি- সূক্ষ কোণ
৭৪.বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি-মেরু অঞ্চলে
৭৫.বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন- সম্রাট আকবর
৭৬. পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে-আব্দুল গাফফার চৌধুরী
৭৭.শুদ্ধ বানান কোনটি — বিভীষিকা
৭৮.‘ সুনাম’ শব্দের ‘ সু’ কোন উপসর্গ — বাংলা
৭৯.The opposite word of “Delete” is-Insert
৮০.কটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং 2য় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?-3
Notable Data
Job Authority Name: Directorate of Primary Education (DPE)
Web address : www.dpe.gov.bd
Exam Method: MCQ/Preliminary Exam
Post Title: Assistant Teacher
1st Phase MCQ Exam Date: 24 May 2019
2nd Step Exam Date : 31 May 2019
3rd Step Exam Date : 21 June 2019
4th Step Exam Date : 28 June 2019
Exam Schedule: 10.30 AM to 11.30 AM
Total Job Vacancy: About 1200+ Post
Primary School Assistant Teacher Exam Question Solution 2019
Most of the people do not know about primary assistant teacher exam mark distribution. Main cause, a large number of examine attend on exam with zero preparation. For that reason they can not pass in exam. For all examine should know exam mark distribution and subject before exam. Today we will discuss in detains about primary exam mark distribution in details. Primary job exam question total marks is 100. 80 marks in written exam and 20 marks is for viva exam or oral test. Who will get merit position in written test, they are eligible for primary viva test exam. Follow the below for subject and mark distribution.
- Primary Written exam Marks- 80 Marks
Bengali -20 Marks (Bengali literature- 3 Marks+Bengali grammar-17 Marks)
Math – 20 Marks (Arithmetic 8/9 Marks + Algebra 5/6 Marks+Geometry 5 marks)
English-20 Marks
General Knowledge-20 Marks (Bangladesh Affairs 7/8 Marks + international Affairs 5/6 Marks + Current Affairs 5/6 Marks) - Viva/ Oral Test Exam: -20 Marks
Primary Preliminary 3rd Step Exam Question Answer 2019
Primary MCQ Question solved 2019 will be available after 21 June 2019 (2.00 PM)
Primary 4th Phase Question and solution
Primary Exam Question Solution will be available after 28 June 2019 (2.00 PM)
At first our respective admit collect “Primary exam question 2019” and after collecting this they will find correct answer. When we collect full answer then we upload it immediately and you can see all in answer at our web page. If you want do download this then you can save it as PDF format. So dont worry about question solved.
If you have any confusion about any answer then you can comment in below section. We will try to solve it immediately. Keep your eye on BD Circular Zone for more update.