Military Engineer Services Question Solution 2019

Military Engineer Services Question Solution 2019. MES Question Solve 2019. Bangladesh Military Engineer Services Written Exam was held on 10 May 2019. Today we will discuss about  Military Engineer Services  MES Question Solution 2019.

Military Engineer Services Question Solution 2019

Military Engineer Services or MES is a Government Organization . Recently Military Engineer Services written exam held . So today we will Solution Military Engineer Services  written question

বাংলা অংশ সমাধান

১. চন্দ্র কোন শব্দের উদাহরণ- তৎসম

২.রিকশা শব্দটি-জাপানি

৩. বচন অর্থ কি- সংখ্যার ধারণা

৪. বাংলা উপসর্গ কয়টি-২১টি

৫. ‘কর্তব্য’ শব্দের প্রত্যয় হচ্ছে- √কৃ + তব্য

৬.‘ সংলাপ’ এর সন্ধি বিচ্ছেদ-সম্+লাপ

৭.‘ চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি-শশাঙ্ক

৮.‘ উজানের কৈ’ বাগধারা এর অর্থ কি-সহজলভ্য

৯. চেষ্টায় কি না হয়। এখানে চেষ্টায় কোন কারকে কোন বিভক্তি-করণে ৭মী

১০. কপালের লেখা খন্ডাবে কে? কপালের শব্দটি কোন কারকে কোন বিভক্তি-অধিকরণে ষষ্ঠী

১১. উৎস অনুসারে বাংলা শব্দ কত প্রকার-৫

১২.‘ সেতার’ কোন সমাস- দ্বিগু

১৩. ‘স্বাধীনতা তুমি’ কবিতাটির রচয়িতা কে-শামসুর রহমান

১৪.‘ বিশ্বজনের হিতকর’ এক কথায় কি বলে-বিশ্বজনীন

১৫. ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি- অবনী

১৬. নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি- মুক্তি

১৭‘.সংহত’ এর বিপরীত শব্দ কোনটি-বিভক্ত

১৮. শুদ্ধ বানান কোনটি- সমীচীন

১৯. কোনটি শুদ্ধ বানান- দ্বন্দ্ব

২০.‘ কালের কলস’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে-আল মাহমুদ

ইংরেজী অংশ সমাধান

২১. কোনটি শুদ্ধ- I sold my furniture.

২২. The cat is fond —milk. Ans: of

২৩. নিচের শব্দগুলোর কোনটি Adjective? Ans: special

২৪. Echo এর সঠিক plural? Ans: echoes

২৫. Bullock শব্দের অর্থ? বৃষ ( বৃষ অর্থ বলদ)

২৬. Choose the correct spelling: voracious

২৭. Synonym of Chasten? Ans: discipline

২৮. The man is afraid of dog. here afraid is which parts of speech? Ans: Adjective

২৯. Cut and dry meaning- Already decided

৩০. What kind of noun honesty? Ans: abstract noun

৩১. তুমি কি কখনো রাঙামাটি গিয়েছে? অনুবাদ করুন- Have you ever gone Rangamati?

৩২. Happiness consist —– self contentment. Ans: of

৩৩. we should not depend —others. Ans: on

৩৪. Measurement is? Ans: Noun

৩৫. He has been ill—Friday last. Ans: Since

৩৬. I saw him—-up the hill. Ans: going

৩৭. কোন বানানটি শুদ্ধ- Lieutenant

৩৮. Cold এর Antonym? Ans: hot

৩৯. What is the noun of the word poor? Ans: poverty

৪০. Thief শব্দের Plural? Ans: Thieves

গণিত অংশ সমাধান

৪১. ৩০ মিটার

৪২. ১২৫%

৪৩. ৬৪ বছর

৪৪. ৪০ লিটার

৪৫. ২০%

৪৬. ৩ঃ১

৪৭. (২ঃ৩)

৪৮. ২২/৭

৪৯. ৪০০ মিটার

৫০. ৪২ টাকা

৫১. ৩

৫২. ৬০ ডিগ্রি

৫৩. ১২০

৫৪. ৪৯৫০

৫৫. ৪৫০ টাকা

সাধারণ জ্ঞান অংশ সমাধান

56. রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন – 1919 সালে

57. আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠানের স্লোগান-বিশ্ব সাহিত্য কেন্দ্র

58. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত- সোনারগাঁয়ে

59. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি-মৃত্যুক্ষুধা

60. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়- ৭ই মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়

61. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি- ভারত

62. নিচের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে- ইউনেস্কো

63. MES এর পূর্ণরূপ-Military Engineer Services

64. বাংলাদেশের বিজয় দিবস কবে-১৬ই ডিসেম্বর

65. কবর নাটক কার রচনা-মুনীর চৌধুরী

66. সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তিটি কার-বড়ু চণ্ডীদাস

67. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে-1955

68. 2022 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে- কাতার

69. বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি-July 11

70. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌ সেক্টর কত নম্বর এর অধীনে ছিল- 10 নম্বর

Military Engineer Services Question Answer 2019

Military Engineer Services Question Answer 2019 Military Engineer Services Question Solution  2019 MES Question Answer 2019 Military Engineer Services written exam Question Answer 2019


Military Engineer Services Result 2019

Military Engineer Services written exam result 2019 will published within 3 month. When result will published we will upload it on our website.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top