Home Question Solution DNC Wireless Operator Exam Question Solution 2021

DNC Wireless Operator Exam Question Solution 2021

by Informer

Department of Narcotics Control (DNC) MCQ Question Solution 2021: DNC Wireless Operator) MCQ question with all right answer is available on bdcircularzone.com. Today we will try to give for you dnc wireless operator question answer 2021. So check department of narcotics control question solution.

DNC Exam Question Solution 2021

Interested candidates are waiting after the exam when their dnc mcq question solution 2021 will be published by the educational website. As students search their related question solution so we also give the question solution post. My dear if you want to get your dnc question answer 2021 then you have to enter in our site as we will try to give the 100% right solution. Keep belief to us you will also get your dnc question solution 2021 that held in 19th February 2021. Do you want to get your dnc question solution without any wrong answer then you have to keep your eyes on our post.

DNC MCQ Question Solution 2021

In 19th February 2021, wireless operator examination will be held by the authority so this week you will get wireless operator question solution 2021. By the source of authority we are able to know that the exam will be taken by the Department of Narcotics Control (DNC) authority. So dear examine you need to enter the exam hall fully full prepared otherwise you cannot get your expected marks and do not get the job and this week we will give dnc mcq question answer. Here you will get dnc wireless operator question bank and dnc wireless operator previous question so read our post carefully to find out pdf file.

সব ধরনের চাকুরীর খবর জানতে আমাদের ফেইজবুক গ্রুপে join  করুন।সাম্প্রতিক সকল চাকুরির খবর

DNC Wireless Operator MCQ Question Solution 2021

You will find dnc mcq exam question below. Below this question image we will give the answer. So read our article very carefully and follow our question answer. Hopefully you will get the solution one hour later the exam.

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পদের নাম: ওয়ারলেস অপারেটর

পরীক্ষার তারিখ : ১৯/০২/২০২১

বাংলা অংশের সমাধান

১. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি? উত্তর: খ- যৌগিক স্বরধ্বনি

২. প্রৌঢ় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর:ক- প্র + উঢ়

৩. কোন পদাশ্রিত নির্দেশক শব্দের আগে বসে? উত্তর: গ-গোটা

৪. কোনটি অনুসর্গ নয়? উত্তর: খ- অন্য

৫. প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? উত্তর: ঘ- ইত প্রত্যয়।

৬. সমিতি’ কোন লিঙ্গ? উত্তর: ক- ক্লীব লিঙ্গ

৭. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর:  খ- অংশুমালী

৮. সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? উত্তর: গ- গরল।

৯. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে কী বলে? উত্তর: খ- স্পর্শ ধ্বনি

১০. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? উত্তর: ক- খেলনা।

১১. সমার্থক যুগ্ম শব্দ- উত্তর: ক-হাসি-খুশি

১২. কোনটি শুদ্ধ বানান? উত্তর:গ- ব্যুৎপত্তি

১৩.”আয় যেন পদ্ম পাতায় নীর- বাক্যে ‘পদ্ম পাতায় কোন কারক? উত্তর: ঘ-অধিকরণ কারক

১৪, দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? উত্তর: ক- সেমিকোলন

১৫. ‘ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়ায়েছি ঝরা আম’ এই লাইনটির লেখক বা কবি কে? উত্তর: ক-বেগম সুফিয়া কামাল

১৬. কবি কায়কোবাদ রচিত “মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল| উত্তর: ক- তৃতীয় পানি পথের যুদ্ধ

১৭. ‘আসাদের শার্ট’ কবিতার কবি কে? উত্তর: ঘ – শামসুর রাহমান

১৮, “বাঁধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উত্তর: খ- উপন্যাস

১৯. “শিব রাত্রির সলতে- বাগধারাটির অর্থ কী? উত্তর: খ-একমাত্র সন্তান

২০, বৃষ্টি পড়ে টাপুর টুপুর’- বাকে কী বুঝানো হয়েছে? উত্তর:ঘ-ধ্বনিব্যঞ্জনা

ইংরেজী অংশের সমাধান

২১. His father comes to see him উত্তর: off

২২. Which of the following is not plural form? উত্তর: Formula

২৩. As I reached home, I saw my sister ……. for help. উত্তর: shouting

২৪. What do you mean by the phrase ‘Sit on the fence”? উত্তর: remain neutral in dispute

২৫. Which one is in feminine form? উত্তর: Bee

২৬. I need … milk. উত্তর: a little

২৭. The word ‘handy’ means উত্তর: useful

২৮. He went home last night. Here the word ‘home’ is a/an উত্তর: adverb

২৯. He has been ill ……. Monday last. উত্তর: since

৩০. When they had their first child, they put……. large sum for his education. উত্তর: aside

৩১. Pass away’ means উত্তর: die

৩২. Many prefer donating money …… distributing clothes. উত্তর: to

৩৩. The price of rice is উত্তর: rising

৩৪. Four and four ….. eight. উত্তর: makes

৩৫.”Let bygones be bygones” উত্তর: অতীতকে মুছে ফেল

৩৬. Age’ suffix adds with উত্তর: Break

৩৭. Identify the correct word. উত্তর: insouciant

৩৮. A remedy for all diseases উত্তর: panacea

৩৯. Frightened : Scream :: Angry:? উত্তর: shout

৪০. This book is …… one I was seriously looking for. —- choose the correct article. উত্তর: the

গণিত অংশ সমাধান

৪১. X4- 5×3+7×2- a র বহুপদীর একটি উৎপাদক x-2 হলে, a এর মান কত? উত্তর:4

৪২. দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুইটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত? উত্তর:১৬

৪৩. ৬, ১২ ও ৮ এর চতুর্থ সমানুপাতিকটি উত্তর: ১৬

৪৪. ২০ ফুট লম্বা একটি দণ্ড এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছােট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। ছােট অংশের দৈর্ঘ্য কত? উত্তর:৮ ফুট

৪৫. 4x + 12 = 36 হলে 2x + 3 = কত? উত্তর:15

৪৬, ১.১, ০.০১ ও ০.০০১১ এর সমষ্টি কত? উত্তর:১.১১১১

৪৭.ক একটি জিনিস খ এর নিকট ২০% লাভে বিক্রয় করে। খ জিনিসটি গ এর নিকট ক এর ক্রয়মূল্যে বিক্রয় করে। খ এর শতকরা কত ক্ষতি হয়? উত্তর:16(2/3)% অর্থাৎ উত্তর হবে ক।

৪৮. Log2(1/32)এর মান উত্তর:-5

৪৯. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? উত্তর:৯ গুন।

৫০, একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টাকা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে, তবে মিনিটের কাকা কোন দিকে থাকবে? উত্তর: উত্তর

৫১. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? উত্তর:২৫৩

৫২, সুদের হার কত হলে ১০০ টাকা সরল সুদে ৮ বছরের দ্বিগুণ হবে? উত্তর:১২.৫%

৫৩. ………. ? ক. 20। খ, 102 গ, 40. উত্তর:40

৫৪, একজন ব্যবসায়ী ৭৫ টাকায় তার দ্রব্যসমূহ বিক্রয় করলে শতকরা যে লাভ হয় তা দ্রব্যসমূহের ক্রয়মূল্যের সমান। ক্রয়মূল্য কত? উত্তর:৫০

৫৫. ১০%, ২০% ও ৪০% এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান? উত্তর:৫৬.৮%

৫৬. ৬০ লিটারের একটি মিশ্রনে সিরাপ ও পানির অনুপাত ২:১। অনুপাত ১: ২ করতে কত লিটার পানি মেশাতে হবে। উত্তর:৬০

৫৭, একটি ট্রেন ঘন্টায় ৯২.৪ কি.মি. বেগে চলে। ট্রেনটি ১০ মিনিটে কত মিটার অতিক্রম করবে? উত্তর:১৫৪০০  

৫৮. ½ এর শতকরা ¾ কত হবে? উত্তর:150%

৫৯, কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যােগ করলে যোগফল হয় ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত? উত্তর:৭০

৬০. …….. মান কত? উত্তর: 10

সাধারণ জ্ঞান সমাধান

৬১. ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ সংবিধানের কোন তফসিলে উল্লেখ রয়েছে? উত্তর: পঞ্চম  

৬২. ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ কোনটি? উত্তর: চীন

৬৩, জাতীয় সংসদের কাজ নয় কোনটি? উত্তর: মন্ত্রিসভা গঠন

৬৪. বর্তমান মুজিব নগরের পূর্ব নাম কি? উত্তর: ভবেরপাড়া

৬৫. নিচের কোনটি বাংলাদেশের ‘হোয়াইট গোল্ড’ নামে পরিচিত? উত্তর: গলদা চিংড়ি

৬৬. বাংলাদেশের ২০২০-২০২১ অর্থবছরে জাতীয় বাজেটে এডিপি’র পরিমাণ উত্তর: ২,০৫,১৪৫ কোটি টাকা

৬৭. প্রোটিনের মূল উপাদান কি? উত্তর: নাইট্রোজেন।

৬৮. নিচের কোনটি ইনপুট ডিভাইস? উত্তর: OMR

৬৯. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? উত্তর: উইকিপিডিয়া

৭০. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? উত্তর: ক. লাউড স্পিকার

DNC Wireless Operator Question Solution 2021

This year dnc wireless operator exam will be held on 19th February 2021 and the exam will start on 03pm to 04 pm. The exam duration is one hour. At least one sixty five thousand five hundred seventy one applicants will appear from one corner to other corner of our country. The wireless operator exam will be held on about fifty two exam centers of Dhaka city. By our experience we see that after the exam most of the candidates search in google to get their question solution. Don’t worry you will get DNC Wireless Operator Question answer 2021 in our website.

Dear if you want to get all other government and non-government job question solution , subscribe our website BD CIRCULAR ZONE and if you want to know to us about Department of Narcotics Control Question Solution 2021,comment in the following comment box. We will try to answer your question. Stay with us soon will come to you a new post. Thank you very much. 

You may also like