Home Question Solution BBS Statistical Assistant Question Solution 2021

BBS Statistical Assistant Question Solution 2021

by Chief Editor

Bangladesh Bureau of Statistics (BBS)  Statistical Assistant MCQ Question Solution 2021: BBS  Statistical Assistant exam question solution with all right answer is available on bdcircularzone.com. Today we will try to give for you BBS  porisonkan sohokari  question solve with 100% right answer. So check BBS  Question Solution and bbs exam question solve  in our website

 BBS  Statistical Assistant MCQ Question Solution 2021

Interested candidates are waiting after the exam when their Bangladesh Bureau of Statistics (BBS) Question Solution 2021 will be published by the educational website. As students search their related question solution so we also give the question solution post. My dear if you want to get your question and answer then you have to enter our site as we will try to give the 100% right solution.

সব ধরনের চাকুরীর খবর জানতে আমাদের ফেইজবুক গ্রুপে join  করুন।সাম্প্রতিক সকল চাকুরির খবর

Keep belief to us you will also get your BBS Question Solution that held in 05 November 2021. Do you want to get your  Statistical Assistant question solution 2021 without any wrong answer then you have to keep your eyes on our post.

BBS  Statistical Assistant Question Solution 2021

By the source of authority, we are able to know that the exam will be taken by the Bangladesh Bureau of Statistics authority. So dear examine you need to enter the exam hall fully prepared otherwise you cannot get your expected marks and do not get the job. This week we will give a bbs statistical assistant question solution 2021. After this exam, the examinee will also get porisankhan boure porisonkan sohokari  prosno somadan so stay with us.

All MP3 Books PDF Download 2020 (MP3 সিরিজের সকল বই ডাউনলোড)

 Exam Timeline

For your benefits we have given below Bangladesh Bureau of Statistics (BBS) Statistical Assistant post exam time and date.

Organization Name Bangladesh Bureau of Statistics (BBS)
Total Post 131
Exam Date 05 November 2021
Exam Time 10.00pm to11.30pm
Exam Place Dhaka
Exam Type  MCQ
Total Marks 80

BBS MCQ Question Image

You will find the BBS MCQ exam question below. Below this question image, we will give the answer. So read our article very carefully and follow our question answer. Hopefully, you will get the solution one hour later in the exam.Below you will be able to see the bbs question bank. If you read those questions, you can gather knowledge about the question. Follow the question and get knowledge  question.

০৫/১১/২০২১ তারিখের পরিসংখ্যান সহকারী পদের প্রশ্ন ও সমাধান





বাংলা অংশের সমাধান

১। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? উত্তরঃ পিশাচ˃ পিচাশ

২। ‘বিদ্ধজ্জন’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ বিদ্বৎ+জন

৩। কোনটি দ্রিক শব্দ নয়? উত্তরঃ দাম

৪. কোনটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ? উত্তরঃ দিন দিন

৫. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তরঃ দ্বন্দ্ব সমাস

৬. নিচের কোনটি তৎসম উপসর্গ অন্তর্ভুক্ত নয়, কিন্তু খাঁটি বাংলা উপসর্গ অন্তর্ভুক্ত? উত্তরঃ

৭. “চিন্তা করো না, কালই আসছি”-বাক্যটি কোন বাক্যের? উত্তরঃ ঘটমান বর্তমান কাল

৮. “মেঘে বৃষ্টি হয়” – কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃঅপাদানে সপ্তমী

৯. নিচের কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? উত্তরঃ অভিপ্রায়

১০. “নিখাদ” অর্থে “কাঁচা” শব্দের ব্যবহার কোনটি? উত্তরঃ কাঁচা সোনা

১১. ‘গৃধ্র’ শব্দের অর্থ কি? উত্তরঃ শকুন

১২. নিচের কোন বানান শুদ্ধ? উত্তরঃ চূর্ণবিচূর্ণ

১৩. শব্দের দ্বিরুক্তি কত প্রকার? উত্তরঃ ৩ প্রকার

১৪. নিচের কোনটি তৎসম শব্দ নয়? উত্তরঃ ঢাক

১৫. উপদেশাত্মক অনুজ্ঞা ভাবের উদাহরণ কোনটি? উত্তরঃ ভাল করে পড়লে পাস করবে

১৬. “সুচয়নী” কোন ধরনের গ্রন্থ? উত্তরঃ কবিতা সংকলন

১৭. “তত্ত্ববোধিনী” পত্রিকা কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৮৪৩ সালের ১৬ আগস্ট

১৮. “খেউর গাওয়া” বাগধারা অর্থ কি? উত্তরঃ গালাগালি করা।

১৯. সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন? উত্তরঃ ১৩ মে ১৯৪৭

২০. নিচের কোনটি “কুহুক” সমার্থক শব্দ নয়? উত্তরঃ বচন

ইংরেজি অংশের সমাধান

২১ . ‘Didactic’ meansউত্তরঃ Educational

২২. Which is the right spellingউত্তরঃ Extravagant

২৩. What is the Synonym of ‘Ascetic’?উত্তরঃ Austere

২৪. Her speech was ………,eliciting thunderous applause.উত্তরঃ well- received

২৫. Which sentence is correct?উত্তরঃ please refer to page 20

২৬. The articles the magazine publishes are very  scholarlyউত্তরঃ in

২৭. Antonym of the word ‘Bellicose’ isউত্তরঃ pacific

২৮. Endure. Survivorউত্তরঃ compete: rival

২৯. Which word is spelled correctly?উত্তরঃCounterefeit

৩০. Which one is irregular verb?উত্তরঃ bear 

৩১. Types of adverb clauseউত্তরঃ8

৩২. Which one is an example of Optative sentence?উত্তরঃ May you live long

৩৩. Types of caseউত্তরঃ3

৩৪. Which one is an example of factitive Object?উত্তরঃ We made him captian

৩৫. Which one correctly spelled?উত্তরঃ predicament

৩৬. Which sentence is correct?উত্তরঃ he is poorer of the two

৩৭. Which underlined word is wrong in the following sentence? The same other beans, limes are seeds that grown in pods উত্তরঃ grown in

৩৮. Which word is wrongly spelled?উত্তরঃ moteinc

৩৯. Which  of the sentence is correct?উত্তরঃI had better not be late

৪০. Which one is the correct Translationউত্তরঃ Modesty is embellishment of greatness


সাধারণ জ্ঞান অংশের সমাধান

৪১. বিচারকদের চাকরির বয়স ৬৭ বছর বিষয়টি সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? উত্তরঃ ৯৬ (১)

৪২. সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কে রাশিয়া ভ্রমণ করেন? উত্তরঃকেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক

৪৩. সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? উত্তরঃ আফগানিস্তান

৪৪. টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর দ্বিতীয় সেমিফাইনাল কবে অনুষ্ঠিত হবে? উত্তরঃ১১ নভেম্বর

৪৫. দেশের মাথাপিছু আয় কোন প্রতিষ্ঠান প্রাক্কলন ও প্রকাশ করে? উত্তরঃ বিবিএস

৪৬. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন অতিসম্প্রতি কোন শহরে শুরু হয়েছে? উত্তরঃ গ্লাসগো ,স্কটল্যান্ড

৪৭. সম্প্রতি বিশ্ব নেতৃবৃন্দ পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রীর মধ্যে ধরে রাখার বিষয়ে একমত হয়েছেন ? উত্তরঃ ১.৫ ডিগ্রি সেলসিয়াস

৪৮. বাংলাদেশের করোনাভাইরাস এর প্রথম মৃত্যুর ঘটনা সংঘটিত হয়- উত্তরঃ ১৮ই মার্চ ২০২১

৪৯. আসামীর হাজতবাস কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ দেয়ার সাম্প্রতিক নির্দেশটি দিয়েছেন? উত্তরঃ আপিল বিভাগ

৫০. সম্প্রতি শাহ আমানত নামক ফেরিডুবি ঘটে- উত্তরঃ পাটুরিয়া ৫ নং ঘাটে

৫১. বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে মোট জ্বালানির শতকরা কত ভাগ নবায়নযোগ্য উৎস থেকে পেতে চায়? উত্তরঃ ৪০ ভাগ

৫২. প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের বয়সসীমা সর্বোচ্চ কত? উত্তরঃ

৫৩. চিকিৎসা বিজ্ঞানের মতে মানুষের স্বাভাবিক শ্রবণ ধারণ ক্ষমতা কত ডিবি? উত্তরঃ

৫৪. বঙ্গবন্ধু-১ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মধ্য দিয়ে কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ কারী দেশের তালিকায় যুক্ত হয় ? উত্তরঃ ৫৭ তম দেশ

৫৫. উইং কমান্ডার এম.কে. বাশার মুক্তিযুদ্ধের কততম সেক্টর প্রধান ছিলেন? উত্তরঃ

৫৬. বিখ্যাত চিত্রকর্ম- তিন কন্যা এর শিল্পী কে? উত্তরঃ শিল্পী কামরুল হাসান

৫৭. ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? উত্তরঃ ইনকিউবেটর

৫৮. বাংলাদেশের কোন বয়স গ্রুপের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান শুরু হয়েছে? উত্তরঃ ১২-১৭

৫৯. “Paris Agreement” কোন ধরনের চুক্তি? উত্তরঃ জলবায়ু সংক্রান্ত

৬০. “ঘুমধুম” সীমান্ত কোন বিভাগে অবস্থিত? উত্তরঃ চট্টগ্রাম


গণিত অংশের সমাধান

৬১. উত্তরঃ 2A= 3B, 2B=5C এবং 3C=4D হলে A:B:C:D কত?উত্তরঃ 4:6:15:20

৬২. রোমান সংখ্যা MCCLXXXIV এর মান কত?উত্তরঃ 1284

৬৩. যদি ১০ জন লােকের ১০ বিঘা জমির ধান কাটতে ১০ দিন লাগে তবে,১ জন লােকের ১ বিঘা জমির ধান কাটতে কত দিন লাগবে? উত্তরঃ ১০ দিন

৬৪. ৫ সে.মি, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে ৩ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?উত্তরঃ৮ সে.মি

৬৫. একটি সুষম পেন্টাগনের প্রতিটি অন্ত:কোণের মান কত?উত্তরঃ ১০৮

৬৬. b এর মান কত হলে 16a ab+49 রাশিটি পূর্ণ হবে?উত্তরঃ 56

৬৭. বৃত্তস্ব চতুর্ভুজের একটি কোণ ৮০° হলে তার বিপরীত কোণের মান কত?উত্তরঃ ১০০

৬৮. দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক তৃতীয়াংশ হলে সংখ্যা দুটির অনুপাত কত?উত্তরঃ২:১

৬৯. ১১টি সংখ্যার যােগফল ৩৯৬। তাদের প্রথম ৬টি সংখ্যার গড় ২৮.৫ এবং শেষ ৬টি সংখ্যার গড় ৪৩.৫ হলে, যষ্ঠ সংখ্যাটি কত?উত্তরঃ৩৬

৭০. কোন স্কুলের ছাত্রদেরকে ৫, ৮, ১২ ও ২০ জনের সারিতে দাঁড় করালে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত?উত্তরঃ১২৪

৭১. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হলে সংখ্যা দুটি কত?উত্তরঃ১৮,১৯

৭২. কোন সংখার ৩৭% হ্রাস পেলে ৩/৮ হবে?উত্তরঃ ২৫/৪২

৭৩. A ও B দুটি সংখ্যা । A এর ৫% এবং B এর ৪৭% এর যােগফল, A এর ৬৬ ও B এর ৮% এর যােগফলের অংশ হলে, A ও B এরুঅনুপাত কত?উত্তরঃ৪:৩

৭৪. ২০ এর কত শতাংশ ১ এর ২০ শতাংশের সমান হবে?উত্তরঃ১%

৭৫. a+b+c =21 ab+bc+ca =143 a2+b2+c2উত্তরঃ 155

৭৬. P = a x b, a ও b উভকে ১০% বৃদ্ধি করা P এর মান কত বৃদ্ধি পাবে।উত্তরঃ ২১%

৭৭. ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি। ট্রেনটি ২১ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?উত্তরঃ সঠিক উত্তর ১৮০ মিটার

৭৮. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৫:৩ । ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ২:১ । ১০ বছর তাদের বয়সের অনুপাত কত?উত্তরঃ৩:২

৭৯. ১০ লিটার চিনির শরবতে ২৫% চিনি আছে । আরেকটি শরবতের মিশ্রণে ১০% চিনি আছে । ২য় মিশ্রণের কত লিটার ১ম মিশ্রণে মেশালে তাতে চিনির পরিমাণ ২০% হবে। উত্তরঃ ৫ লিটার

৮০. √3=3 এবং√4=4 হলে (√6)2 কত? উত্তরঃ36

BBS Previous Exam Question and Solution


১. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ উক্তিটি কার? উত্তর: প্রমথ চৌধুরী

২. ‘যে শুনেই মনে রাখতে পারে’ তাকে এক কথায় কী বলে? উত্তর:  শ্রুতিধর

৩. ’উপর্যুক্ত শব্দটির অর্থ কী? উত্তর: উপরে উল্লিখিত

৪. ’হাত করা’ দ্বারা কী বোঝানো হয়েছে? উত্তর:  পটানো

৫. ’খাতক’ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর:  মহাজন

৬. ’একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নের ব্যবহকার করা হয়? উত্তর:  কোলন

৭. অপরিণত অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি? উত্তর:  কাঁচা বয়স

৮. ‘মাথা দেওয়া’ শব্দটির অর্থ কী? উত্তর: দায়িত্ব গ্রহণ

৯. ’পরীক্ষায় সফল হও।’ এটি কী ধরনের বাক্য? উত্তর:  ইচ্ছাসূচক

১০. ’গৃহহীন চিরদিন থাকে পরাধীন’ – নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর:  কর্তৃকারকে শূন্য

১১. যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাইতো সত্যিকারের পুরুষ’ – এখানে তারই কোন পদ? উত্তর:  সর্বনাম পদ

১২. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? উত্তর: পীতাম্বর

১৩. ’কবিতা’ শব্দের বহুবচন কোনটি? উত্তর:  কবিতাগুচ্ছ

১৪. নিচের কোন তারিখ বাচক শব্দ? উত্তর: একুশে

১৫. ’রাজ্ঞী’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর:  রাজ্ + নী

১৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ এর রচয়িতা কে? উত্তর:  আনোয়ার পাশা

১৭. শুদ্ধ বানান কোনটি? উত্তর: পিপীলিকা

১৮. ’বীরবল’ করা ছদ্মনাম? উত্তর: প্রমথ চৌধুরী

১৯. ’চাঁদ’ এর সমার্থক শব্দ নয় কোনটি? উত্তর:  সবিতা

২০. সাধু এবং চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? উত্তর:  লেখ্য

২১. Which sentence is incorrect? উত্তর: He has not came back from the work.

২২. Based on object verb are of…উত্তর: 2

২৩. Which verb is irregular ?উত্তর: break

২৪. Which sentence is correct?উত্তর: He speaks English well.

২৫. Which one is an example of factitive object?উত্তর: We made him captain.

২৬. Which one is an example of reflexive pronoun?উত্তর: All of the above

২৭. What is the meaning of the word put the screws on-উত্তর: 

২৮. My brother … at university for the last two years. উত্তর: has been

২৯. Synonym of limpid … উত্তর: transparent

৩০. Adapt means- উত্তর: adapt অর্থ খাপ খাওয়ানো , তাই কোন অপশনের সাথে মিলে না। তবে Adapt এর স্থলে Adept হলে উওর হত Proficient .

৩১. Which word is correctly spelled?উত্তর: Idiosyncrasy

৩২. Which word does not match with the other wordsউত্তর: Pharynx

৩৩. Which word is wrongly spelled? উত্তর: B and D both

৩৪.Qualifying in the admission test easy- উত্তর: Noun

৩৫.Equivocation meansউত্তর: To contrary thing in the same thing

৩৬. Cal-de- sac means উত্তর: Dead end

৩৭. Kinds of sentence-উত্তর: 5

৩৮. Manifestation means- উত্তর: presentation

৩৯. Nota bene means – উত্তর: Mark well

৪০.Correct spelling – উত্তর: Questionnaire

৪১. ”সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী”-উত্তর: বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান? উত্তরঃ ২৭নং

৪২. বাংলাদেশের সুপ্রীম কোর্ট মোট কয়টি বিভাগ নিয়ে গঠিত? উত্তর: ২ টি

৪৩. এক মাইক্রো সেকেন্ড সমান কত? উত্তর: ০.০০০০০১ (১০ লক্ষ ভাগের ১ ভাগ।)

৪৪. Optical Mark Reader (OMR) আলোর কোন নীতির ভিত্তিতে কাজ করে? উত্তর:প্রতিফলন

৪৫. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? উত্তর: MS WORD

৪৬. স্টিফেন হকিং একজন? উত্তর: পদার্থবিদ

৪৭. ম্যানগ্রোভ কী? উত্তর: উপকূলীয় বন

৪৮. বি-৫২ কি? উত্তর: এক ধরনের বোমারু বিমান

৪৯. বীরশ্রেষ্ঠগণের মধ্যে বিমান বাহিনীর কয়জন ছিলেন? উত্তর:

৫০. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি? উত্তর: ইরাক

৫১. আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি? উত্তর: রাঙ্গামাটি

৫২. ‘ওভাল’ ক্রিকেট মাঠটি কোথায় অবস্থিত? উত্তর:  যুক্তরাজ্য (লন্ডন)

৫৩. ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুদের কোন রোগ হয়? উত্তর: অন্ধত্ব

৫৪. ঢাকা কত সালে সুবা বাংলার রাজধানী হয়? উত্তর: ১৬১০

৫৫. জাপানের হিরোশিমা শহরে কোন তারিখে আনবিক বোমা ফেলা হয়? উত্তর: ১৯৪৫ সালের ৬ই আগস্ট

৫৬. জাতিসংঘে ভেটো ক্ষমতা সম্পন্ন এশীয় দেশ কয়টি? উত্তর:

৫৭. স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত কতটি আদম শুমারি অনুষ্ঠিত হয়েছে? উত্তর:

৫৮. OIC Statcom এর সদর দপ্তর কোথায়? উত্তর:আংকারা

৫৯. বাংলাদেশে সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক কোনটি? উত্তর: স্বাধীনতা পদক

৬০. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? উত্তর:১৯৬২

৬১. abc একটি সংখ্যা হলে abc-a-b-c সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? উত্তর: 9

৬২. ২/৩,  ৪/৯,  ১/৬ এর গ.সা.গু কত? উত্তর:১/৯

৬৩.কোন সংখ্যার ৩৯% হতে ৩৯ বিয়োগ করলে বিয়োগফল ৩৯ হবে? উত্তর: ২০০

৬৪. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩ হলে তাদের ল.সা.গু কত? উত্তর: ২৬০

৬৫. একটি সংখ্যা ২২০ থেকে যত বড় ৪৯০ থেকে তত ছোট। সংখ্যাটি কত? উত্তর: ৩৫৫

৬৬. ৮ টি সংখ্যার গড় ৮। প্রত্যেকটি সংখ্যা হতে ২ বিয়োগ করলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? উত্তর:

৬৭. (√2)⁸ ˣ (3√2)⁹ = কত? উত্তর:128

৬৮. কোনো দেশের স্থূল জন্মহার ২৫ এবং স্থূল মৃত্যুহার ১০ হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত? উত্তর: ১.৫%

৬৯. 3x+1/3x= 9 হলে x2+ 1/81×2 এর মান কত? উত্তর: সঠিক উত্তর হবে  83/9

৭০. ১৫ এবং ৩৫ দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? উত্তর:৯৯৭৫

৭১. 1/6!+1/7! = x/8! হলে x এর মান কত? উত্তর:64

৭২. ৩০ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, ২০ মিটার কাপড় যে মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তর: ৫০%

৭৩. বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? উত্তর: কোনটিই নয়

৭৪. একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত? উত্তর: ৯০ ডিগ্রি

৭৫. একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে তিনগুণ হয়। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তর: ১০০%

৭৬. ক্রয়মূল্য ‍ও বিক্রয়মূল্যের অনুপাত ৮:১০ হলে লাভের পরিমান কত? উত্তর:২৫%

৭৭.একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে? উত্তর: ৫৪০ ডিগ্রি

৭৮. ১০ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ২০ জন লোকের কাজটি করতে কত দিন লাগবে? উত্তর: ১০ দিন

৭৯. ৯,০,৭,৮ এর গড় কত? উত্তর:

৮০. 2x-2/x=3 হলে 8(x3–1/x3) এর মান কত? উত্তর: 64

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অফিস সহায়ক পদের পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান-২০২১

Math Part Solution

১. প্রতি এক ঘণ্টায় ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটা পরস্পর কতবার লম্বভাবে অবস্থান করবে? উত্তর: কোনটিই নয়।

২. ০.১ এর বর্গমূল কত? উত্তর:কোনোটিই নয়

৩. নিচের কোন ভগ্নাংশটি ছোট? উত্তর:৩/১১

৪. – 40 হতে -50 এর বিয়োগফল কত? উত্তর:১০

৫. ১১ টি সংখ্যার যোগফল ৫৬১। প্রথম ৬ টির গড় ৪৬ এবং শেষ ৬ টির গড় ৫৬ হলে ষষ্ঠ সংখ্যাটি কত? উত্তর: ৫১

৬. কোন সংখ্যার এক তৃতীয়াংশের সাথে এক চতুর্থাংশ যোগ করলে যোগফল ৩৫ হবে? উত্তর: ৬০

৭. ০.০২ ০.২ ১০ এর মান কত? উত্তর: ০.০৪

৮. ৯০ডিগ্রি কোন এর সম্পূরক কোণের মান কত? উত্তর:৯০ডিগ্রি

৯. X এর মান কত হলে x-33 এর মান শূন্য হবে? উত্তর:3

১০. ১+২+৩+৪+………+৯৯ = কত? উত্তর:৪৯৫০

১১. a= -2, b= -1, c=2, d=1 হলে -a-(-b)+(-c)+(+d) এর মান কত? উত্তর: 0

১২. কোনটি মৌলিক সংখ্যা? উত্তর: ১৩

১৩. ৫% বার্ষিক মুনাফায় কত টাকার ২ বছরের মুনাফা ১২০ টাকা? উত্তর:১২০০টাকায়

১৪. ৫০ কেজি দুধের সাথে ৫ কেজি চিনি মেশানো হলে চিনি মিশ্রিত দুধে চিনি ও দুধের অনুপাত কত? উত্তর:১:১০

১৫. ২, ৩, ৮, ২ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? উত্তর:৫১২৪

English Part Solution

১৬. Opposite of `obscure’ is- উত্তর: lucid

১৭. What is the verb form of `power’? উত্তর: Empower

১৮. What type of tense is used in the following sentence? I have forgotten to pay my exam fees উত্তর: present perfect

১৯. Which one is the correct sentence? উত্তর:I saw him long science

২০. ‘A baker’s dozen means উত্তর: thirteen

২১. Types of infinite inood উত্তর: 4 types

২২. Which one is correct? উত্তর: you,he and I are present

২৩. Metaphor involves – উত্তর:implicit comparison

২৪. Which one is the simple sentence? উত্তর:We hired a board to go there

২৫. Which sentence is transitive form? উত্তর:she slept a sound sleep

Bangla Part Solution

২৬. নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ? উত্তর: ইতি

২৭. ‘পটল তোলা’ এর সমার্থক বাগধারা কোনটি? উত্তর: কোনটিই নয়

২৮. ‘হাসান’ বই পড়ছে’- এটি কোন বর্তমান কালের উদাহরণ? উত্তর: ঘটমান

২৯. ‘নিচের কোনটি ৬ ভাগে বিভক্ত? উত্তর: কারক

৩০. ‘পঞ্চায়েত কোন শব্দ? উত্তর:বিশেষ্য

৩১. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে- উত্তর:পদ

৩২. ‘গীতিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীলিঙ্গ?উত্তর:ক্ষুদ্রার্থে

৩৩. ‘ঝনঝন’ শব্দটি যে ধরনের দ্বিরক্তি? উত্তর: ধনাত্নক

৩৪. “লোকটি ধনী কিন্তু কৃপণ”- কোন ধরণের বাক্য? উত্তর:যৌগিক

৩৫. খাঁটি বাংলা উপসর্গ কয়টি? উত্তর:২১

৩৬. বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার? উত্তর:

৩৭. কোনটি শূণ্য প্রত্যয়ের শব্দ? উত্তর: হত

৩৮. “ষষ্ঠ” শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর: ষষ্+থ

৩৯. ‘হায়রে আমড়া” কেবল আঁটি আর চামড়া প্রবাদটির অর্থ কী? উত্তর:অন্তঃসারশূন্য অবস্থা

৪০. ভাষার মূল উপকরণ কী? উত্তর:বাক্য

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চেইনম্যান পদের পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান-২০২১

Math Part Solution

১. ৮ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কত? উত্তর- ৪ মিটার।

২. A বিন্দু থেকে যাত্রা শুরু করে এক ব্যক্তি ১০ কি.মি. উত্তর দিকে যায়, পরে ৩ কি.মি. পশ্চিমে এবং শেষে ৬ কি.মি, দক্ষিণে গিয়ে B বিন্দুতে পৌছায়। A বিন্দু থেকে B বিন্দুর দূরত্ব কত? উত্তর- ৫ কি.মি

৩. কোন সংখ্যার ৭৫% =১৫? উত্তর- ২০

৪. ঘড়িতে যখন আটটা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত? উত্তর- ১২০°

৫. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যর অন্তর কত? উত্তর- ১ ৮

৬. ১০০ লিংক বিশিষ্ট একটি চেইনের দৈর্ঘ্য কত? উত্তর- ৬৬ ফুট

৭. যে চতুর্ভুজের সবগুলাে বাহু সমান কিন্তু কোন কোণই সমকোণ নয় তাকে কী বলে? উত্তর- রম্বস

৮. একটি জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট। ঐ জমির পরিমাণ কত? উত্তর- ১০ কাঠা

৯. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ৬ মিটার কম। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? উত্তর- ১৬ মিটার

১০. (2x+y- 15) এর উৎপাদক কোনটি? উত্তর- (x + 3)(2x -5)

১১. ০.১ x ০.০১ x ০.০০১ এর মান কত? উত্তর- ০.০০০০০১

১২. নিচের কোন ভগ্নাংশটি বড়? উত্তর- ৬  /৭

১৩. নিচের কোনটি মৌলিক সংখ্যা? উত্তর- ৫৩

১৪. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত? উত্তর- ৫০

১৫. X-1/x= 1 x3-1/x3= কত? উত্তর- 4

English Part Solution

১৬. ‘তার বাড়ি রাজশাহী’- বাক্যটির সঠিক অনুবাদ কী? উত্তর- He comes from Rajshahi

১৭. Find the correct spelling. উত্তর- Navigation

১৮. Which one is verb? উত্তর-Feed

১৯. He runs fast. Here the word ‘fast’ is  উত্তর-Adverb

২০. The baby…….. because it is hungry now.উত্তর-is crying

২১.Which of the following is demonstrative pronoun? উত্তর- Those

২২. The correct sentence is উত্তর-   Ten miles is a long distance

২৩. She will discuss the issue with the officer…….. phone. উত্তর-by

২৪. Uneasy lies the head….. উত্তর-that wears a crown

২৫. I can give no assurance………… help. উত্তর-of

Bangla Part Solution

২৬. ‘উপকারীর অপকার করে যে’ তাকে এক কথায় কি বলে?উত্তর- কৃতঘ্ন

২৭. ক্রিয়ার কাল কত প্রকার? উত্তর- ৩ প্রকার

২৮. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর- শব্দ

২৯. অপমান শব্দের ‘অপ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়? উত্তর- বিপরীত

৩০. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে? উত্তর- কারক

৩১. কোনটি শুদ্ধ বানান? উত্তর-স্বায়ত্তশাসন

৩২. অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ? উত্তর- অনু + এষণ

৩৩. ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ কি? উত্তর- সামান্য অর্থ

৩৪. এক কথায় প্রকাশ করুনঃ একই মায়ের সন্তান যারা- উত্তর- সহোদর

৩৫. ‘এ যে আমাদের চেনা লোক’ বাক্যে “চেনা” কোন পদ? উত্তর- বিশেষণ

৩৬. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক রচনা? উত্তর- পায়ের আওয়াজ পাওয়া যায়

৩৭. মৌলভী কোন ভাষার শব্দ? উত্তর-ফারসি

৩৮. মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর কোন শ্রেণীর রচনা? উত্তর- ঐতিহাসিক

৩৯. সপ্তাহ কোন সমাস? উত্তর- দ্বিগু সমাস

৪০. কোনটি পর্বত শব্দের সমার্থক শব্দ নয়? উত্তর- অবনী

Generally, we have seen that the exam question forms by four specific subjects. They are Bangla, Math, English and General knowledge. In our post after the exam, all the candidates can get all subjects correct answers.When you will finish your exam then one hour later you will get your BBS Question Solve. Because we will give the full question solution just one later the exam. We always try to give hundred percent right answers. My dear we give the answer by part by part so that you can find your answer easily. We can say that our website is the best site for getting the exam question solution.

Some special Advice for BBS Examinee

Candidates will be given answer sheet.  Candidates will write their names, district and registration number in the answer box, fill in the respective circles with the ballpoint pen in Kali and sign the spot in the prescribed order under the direction of the inspectors. Question paper will be given.  The questionnaire will have the set number printed on the answer sheet.  On receipt of the questionnaire, the candidates will be sure that he / she has received the questionnaire of the same color of the set and number given. The experiment will be over. The examiners will stay in their respective seats.  Inspectors will accept answer sheets.  After the inspectors comprehend the answer sheet, the examiners will leave the exam room.  The candidates will take the question paper. The candidates cannot carry any kind of electronic devices during the exam in the hall.

Dear if you want to get all other government and non-government job question solution , subscribe our website BD CIRCULAR ZONE and if you want to know to us about Bangladesh Bureau of Statistics (BBS) MCQ Question Solution 2020,comment in the following comment box. We will try to answer your question. Stay with us soon will come to you a new post. Thank you very much.

You may also like